আখিরী রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, “সংক্রামক রোগ বলতে কিছু নেই। পেঁচার মধ্যে কুলক্ষণের কিছুই নেই। তারকার (উদয় বা অস্ত যাওয়ার) কারণে বৃষ্টি হওয়াও ভিত্তিহীন এবং পবিত্র ছফর শরীফ মাস উনার মধ্যে অশুভ বলতে কিছুই নেই। ”
মূলত, যে কোনো বিষয়ে অশুদ্ধ আক্বীদা পোষণ করা ঈমান নষ্ট হওয়ার কারণ। কোনো মাস, দিন সময়কে খারাপ বলার অর্থ হলো মহান আল্লাহ পাক উনাকে খারাপ বলা।
নাঊযুবিল্লাহ!
কেননা মাস, দিন, সময় এগুলো মহান আল্লাহ পাক তিনিই সৃষ্টি করেছেন। পবিত্র হাদীছে কুদসী শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে, “মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন, “আদম সন্তান মাস, দিন, সময়কে গালি দিয়ে থাকে, সমালোচনা করে, খারাপ বলে আমাকে কষ্ট দেয়, অথচ আমার নির্দেশ মুবারক মুতাবিকই এসব পরিবর্তিত হয়। ” অর্থাৎ আমি খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক এগুলো নিয়ন্ত্রণ করি।
কাজেই পবিত্র ছফর শরীফ মাসসহ কোনো মাস, দিন, সময়কে খারাপ বা অশুভ বলে আখ্যায়িত করা যাবে না। তবে যদি কেউ তা বলে বিশ্বাস করেও সে কুফরী, শিরকী করার গুনাহে গুনাহগার হবে।
এবং তার পবিত্র ঈমান আক্বীদা নষ্ট হয়ে সে লা’নতগ্রস্ত হয়ে জাহান্নামী হয়ে যাবে। নাঊযুবিল্লাহ!
অতএব, মহান আল্লাহ পাক তিনি আমাদেরকে এসব বদ আক্বীদা থেকে হিফাযত করে ছহীহ সমঝ, ছহীহ আক্বীদা পোষণ করার তাওফীক দান করুন। (আমীন)
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।