আমাদের কথা খুঁজে নিন

   

নির্বাচনে দলীয় কোন্দলে কোন দলের অবস্থান ভালো?

আমি কেবলই আমার মতো অত্যন্ত দুঃখজনক হলেও সত্য হলো যে, বরিশালে আওয়ামী লীগের একজন বিদ্রোহী প্রাথী আছেন। উনার পক্ষেও বিশাল কর্মীবাহিনী কাজ করছে। খুলনায় মহাজোটের শরীক জাতীয় পার্টির একজন প্রার্থী আছেন। উনার জনসমর্থন একেবারে ফেলে দেয়ার মতো নয়। সিলেটে নানান কারনে বদরউদ্দিন আহম্মেদ কামরানের প্রতি বিশাল একটা অংশের অভিমান রয়েছে।

যদিও সবাই কাজ করছে সবাই একত্রে! তবু সন্দেহ থেকেই যায়! রাজশাহীতে আওয়ামী লীগের সাবেক নেতা সরদার আমজাদ হোসেন এ এইচ এম খায়রুজ্জামান লিটনের বিপক্ষে এবং মোসাদ্দেক হোসেন বুলবুলের পক্ষ নিয়েছেন। তবে সরদার আমজাদের আওয়ামী লীগ এবং রাজশাহীর রাজনীতিতে তেমন গুরুত্ব নেই। অপর জোটের ক্ষেত্রে অত্যন্ত দুঃখজনক হলেও সত্য হলো যে, বরিশালে বিএনপি'র একজন প্রার্থী হলেও এবায়দুল হক চাঁন বহিরাবরনে মেনে নিয়েছেন দলীয় পদের বদৌলতে, কিন্তু ভিতরের অবস্থা কী? তাছাড়া মজিবর রহমান সারোয়ারের ভুমিকা আমরা যা দেখছি সেটা যেমন সত্যি, পক্ষান্তরে উনাদের অনুসারীরাও কিন্তু আহসান হাবিব কামালের পক্ষে থাকার সম্ভাবনা কম। খুলনায় মনিরুজ্জামান মনি'র বিরুদ্ধে খুলনার রাজনীতিতে তুমুল জনপ্রিয় শেখ রাজ্জাক আলী অবস্থান নিয়েছেন তালুকদার আব্দুল খালেকের পক্ষে। এটা ব্যাপক প্রভাব ফেলবে।

সিলেটে এম সাইফুর রহমান গ্রুপের সঙ্গে ইলিয়াস আলী গ্রুপের সাপে-নেউলে সম্পর্ক থাকলেও বহিরাঙ্গনে একীভুত হয়েছেন। কিন্তু ভিতরে কতটুকু ইলিয়াস আলীর অনুসারীরা আরিফুল হক চৌধুরীর পক্ষে? এটা বেশ প্রভাব ফেলবে বলেই মনে হচ্ছে। রাজশাহীতে বুলবুলের বিরোধীতা করেছিল মিজানুর রহমান মিনু। পক্ষান্তরে সমঝোতায় নাদিম মোস্তফা সমর্থন দিয়েছে। এখন দু'জন একত্র হলেও মিনু এবং শেখ কবির হোসেনের অনুসারীরা কি করছেন সেটা গুরুত্বপুর্ণ।

এখানে দেখা যাচ্ছে যে, জামাত-বিএনপি জোটের প্রার্থীদের চেয়েও সুবিধাজনক অবস্থানে রয়েছে আওয়ামী লীগের সমর্থিত প্রার্থীরা। কেননা, বিএনপির যেসব নেতারা উনাদের প্রার্থীর বিরোধীতা করছেন এবং সন্দেহজনক ভুমিকায় আছেন তাদের রাজনৈতিক ও সামাজিক অবস্থান আওয়ামী লীগের বিদ্রোহী ও বিক্ষুব্ধ ব্যক্তি ও নেতাদের চেয়ে তুলনামূলকভাবে বেশি। ফলে বিএনপির জনপ্রিয় নেতাদের আভ্যন্তরীন দ্বন্ধের কারনেও আওয়ামী লীগের প্রার্থীরা এগিয়ে রয়েছেন। অন্যান্য কারনের সঙ্গে এটি সবচেয়ে গুরুত্বপুর্ণ কারন। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.