আমাদের কথা খুঁজে নিন

   

প্রসঙ্গ কোরাস...



১. আমিই তবে অমীমাংসিত পথ - আমিই ধাঁধা-সম্বৎসর উত্তর খুঁজে ফিরি-মাঝরাতে শুনি ডাকে এক স্বরভাঙা বোবা - মাঝরাতে খসে পড়ে সরীসৃপের ক্ষারে দগ্ধ জিভ্‌-বিভক্ত জিহ্বা - ঘুমন্ত উটের গ্রীবায় বেঁধে তীর-সংহার তুমি আসো মৃত্যুর সহজতা নিয়ে - আমার চিতার আগুনে উঠে বসো - মাঝরাতে তবু আমি বেঁচে থাকি শিলায় প্রস্তরে... ২. প্রসঙ্গ কোরাস-ঈশ্বর তুমি প্রতিপালন করো মাংসখন্ডলোভী সকল কুকুর- তাদের আহত উরু আজও থাবাচিহ্ন বয়-মনে করি সূর্যের পেছনে আকাশ নেই তবে সূর্যের পশ্চাৎপট কি-উত্তর পাবার অপেক্ষায় এমন প্রশ্ন আজও করি - সমস্ত শরীরে সাপের বিষ মেখে তুমি আসো-নিরন্ন সকালে বালু বোঝাই কার্গো এসে ভেড়ে-কারা যেন ছাইয়ের ভেতর থেকে তুলে আনে ফসলের দানা-সবাই বলে নিরন্ন সকালে হলুদ চাদর গায়ে নামবেন অবতার...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।