আমাদের কথা খুঁজে নিন

   

প্রসঙ্গ ড. ইউনুস।



বাঙ্গায় বহুল প্রচলিত একটি প্রবাদ আছে........ " ঝাঝুরি নিন্দায় আর বলে সুই তোর ছিদ্র" অথচ ঝাঝুরির যে কত ছিদ্র তার সেদিকে খেয়াল নাই। আজ আমরা বাঙ্গালীরা হয়ে গেছি সেই ঝাঝুরির মতো। অপরের দোষ খুজে বেরানোই যেন আমাদের কাজ, কিন্তু স্বয়ং নিজের যে কত দোষ আছে আমরা সেই-দিকে খেয়াল করি না। বাংলার জন্ম থেকে আজ পযর্ন্ত যতগুলো খুশির সংবাদ এসেছে তার মধ্যে ড. মুহাম্মদ ইউনুসের নোবেল পুরষ্কার। কিন্তু সামন্য টাকা স্থানান্তরের মতো একটি বিষয়কে কেন্দ্র করে বাংলাদেশের বড় বড় মাথাওয়ালা মানুষ-গুলো যেভাবে ড. মুহাম্মদ ইউনুসকে নিয়ে টানা-হেচড়া শুরু করল তা দেখার মতো। অথচ তাদের যে কত দোষ, সেইদিকে কোন খেয়াল নাই---- আমাদের এই প্রবাদটা মেনে চলা উচিত " পরনিন্দা করার চেয়ে বসে বসে নিজের মাথার চুল ছেড়া ও ভালো"

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।