আমাদের কথা খুঁজে নিন

   

প্রসঙ্গ



তোমাকে প্রসঙ্গ করি আজ; অবজ্ঞার হাসির আড়ালে থাকে তেমার গোপন ইচ্ছা এবং ক্ষোভ। প্রতিভাঁজে রোমহর্ষ, অকপট যাতায়ায়; সহসাই উড়ে যায় মন ভাবনার গতি অভিমুখে অবাধ আস্ফালন; নিয়মহীনতার নিয়মও ভেঙ্গে পড়ে। তোমার প্রতিটি বাক্যে তুমি প্রশ্ন উহ্য রাখো জ্যা-মুক্ত বাতাস কাটা তীর! গুহ্যকথা গুহ্য কারণ ভবেছেন তিনি বসে তিনি কিন্তু ত্রিকালজ্ঞ সাধু হোম, পূজা, যজ্ঞ সারেন রোজ। নরবলিতে সিদ্ধহস্ত আর হোমানলে ঢালেন ঘৃত-মধূ, ধরে আনেন বলির পালানো ঘোড়া; জটার মধ্যে মস্ত চন্দ্রবোড়া! ভগবান লুটিয়ে পড়েন পায়ে!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।