অরুণালোক কাঁপে কামনা কাঞ্চনকলি কায়া কানন ছায়া হয়ে ফোটে উঠে ব্যাখ্যা বিহীন শিহরণ খেলে যায় শরীরে-মনে কী যেন হতে চায় শূন্যে বিলীন। জানি কামুকের দেহ গড়া পোড়া মাটিতে তাতে ছিলো পৃথিবীর তাবৎ রসদ বিস্ময়কর মহাবিজ্ঞানী হাতে মানস কামনা হলো মানুষ দ্বি-পদ। দেখি তীব্র ঝলক রেখা বিদ্যুৎ বেগে ইলেকট্রন ছুটে যায় প্রোটন বুকে মহাঘুম থেকে এক নিউট্রন জেগে কুতুহলে চেয়ে থাকে মহাকৌতুকে। শুধু আপনার বিভাজনে একক তিনি বহুরূপী রূপ নেন যখন তখন মহানন্দে সর্বগামী নিত্যদিনই নিজেকে নিজেই করেন মহালিঙ্গন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।