আমাদের কথা খুঁজে নিন

   

***সর্বকালের সেরা ১০ সুপার কার!***

.

গাড়ী বিশেষজ্ঞের মতামত, ডিজাইন, পারফরমেনস্, জনপ্রিয়তা (পাবলিক ভোটিং) ইত্যাদির ভিত্তিতে সুপার কারের ভিন্ন ভিন্ন তালিকা দেখা যায়, আমি চেষ্টা করেছি তার থেকে সেরা ১০ টি নির্বাচন করতে। ১০। Lamborghini Murcielago Engine: V12 Performance: 631-hp at 8,000 rpm 0-62 mph: 3.4 seconds. Top Speed: 211 mph Units made: 350 Price in USD: $382,400 বাংলাদেশী মুল্য: ২ কোটি ৬৭ লক্ষ্ টাকা ইটালির Lamborghini অটো কোং এর অন্যতম সেরা গাড়ী। ৯। Pagani-Zonda R তুলনামুলক ভাবে নতুন যুগের ইমারজিং জায়ান্ট "পেগেনির" সর্বাধুনিক এ মডেলটি ইতিমধ্যই সুপার কার বিশ্বে সারা তুলেছে।

Engine: V12, Performance: 750-hp at 7.500 rpm 0-60: 3.2 seconds Top speed: 248.54 mph Units made: n/a. Price in USD: $15,83,520 বাংলাদেশী মুল্য: ৪কোটি ২৭ লক্ষ্ টাকা ৮। Ferrari Enzo ফেরারির স্রষ্টা "এনযো"র নামানুসারে ২০০২ সালে এটি বাজারে আসে। Engine: V12, 5,998 cc, 48V. Performance: 650 Hp at 7,800 rpm. Topspeed: 350 Kp/h 0-60: 3,7 seconds. Weight: 1,365 Kg. Units made: 400. Price in USD: $643,000 বাংলাদেশী মুল্য: ৪কোটি ৫০ লক্ষ্ টাকা। ৭। koenigsegg cc 8 Engine: V8, 4,700 cc, 32V, compressor. Performance: 655 Hp at 6,900 rpm. Topseed: 388 Kp/h. 0-60: 3,2 seconds. Weight: 1.180 Kg. Units made: n/a. Price in USD: $325,000 বাংলাদেশী মুল্য: ২কোটি ২৮ লক্ষ্ টাকা।

৬। Lamborghini Gallardo বিশ্বের অন্যতম সর্বাধিক বিক্রিত Lamborghini সুপার কার। 0-60 mph: 4.0 seconds 1/4 Mile: 12.4 seconds Top Speed: 192 mph Units made: 5000 Price in USD: $153,000 বাংলাদেশী মুল্য: ১কোটি ৮ লক্ষ্ টাকা। ৫। Ferrari F40 শিশু-কিশোর, যুবক- তরুন প্রায় সকল গাড়ীপ্রিয় মানুষের শোবার ঘরেই এ গাড়ীর পোস্টার দেখা যায় বিশ্ব জুরে (আমার ঘরেও ছিল একটা) অত্যন্ত জনপ্রিয় এ গাড়ীটি মৃত্যুর পুর্বে এনজোর নিজ তত্তাবধানে করে যাওয়া শেষ গাড়ী! Engine: V8, 2,936 cc, 32V, Biturbo. Performance: 478 Hp at 7,000 rpm. Topspeed: 324 kp/h. 0-60: 4,0 seconds. Weight: 1,100 Kg. Units made: 1,315. price $415 000 usd বাংলাদেশী মুল্য: প্রায় ৩কোটি টাকা ৪।

Porsche Carrera GT Engine: V10, 5,735 cc, 40V. Performance: 612 Hp at 8,000 rpm. Topspeed: 330 Kp/h. 0-60: 3,9 seconds. Weight: 1,300 Kg. Units made: 1,250. Price in USD: $440,000 বাংলাদেশী মুল্য: ৩কোটি ৮ লক্ষ্ টাকা। গাড়ীটি ইতিমধ্যই ঢাকার রাস্তায় চলছে! (আমি নিজেই অন্তত ২ টা দেখলাম) ৩। Ford GT 2008 Engine: V8; (supercharger Torque 617 lb-ft) Performance: 701 Hp at 7407 rpm 0-62 mph: 3.5 second Top Speed: 211 mph Price in USD: $203,599 বাংলাদেশী মুল্য: ১ কোটি ৫০ লক্ষ্ টাকা আমেরিকানদের গর্ব এ গাড়ীটি! ২। McLaren F1 Engine: V12, 6,034 cc, 48V. Performance: 627 Hp at 7,500 rpm. Topspeed: 387 Kp/h. 0-60: 3,2 seconds. Weight: 1,138 Kg. Units made: 64. Price in USD: $890,000 বাংলাদেশী মুল্য: ৬কোটি ২৩ লক্ষ্ টাকা। প্রায় একযুগের বেশি সময়ধরে এটিই ছিল বিশ্বের শ্রেষ্ট সুপার কার (এমনকি ফেরারির চেয়েও!)।

এ গাড়ীটির অন্যতম বৈশিষ্ট হচ্ছে এর মাঝখানে স্টেয়ারিং!! ১। Bugatti Veyron Bugatti প্রথমদিকে ধারনা করেছিল এটির ক্রেতা অত্যন্ত সিমিত হবে, এর মুল কারন এর অতি উচচ মুল্য। এ গাড়ীটিতে বিশ্বের সর্বাধুনিক প্রায় সকল সুবিধাই দেয়া হয়েছে। গাড়ীটি রেসিং মোডে অন করলে এর পেছনে একটি বিশেষ স্পয়েলার বের হয়, যেটি এটাকে আকাশে ওড়া থেকে রক্ষা করে! ও গ্রিপে শহায়তা করে। --ফ্রান্সে তৈরি-- Engine: W16, 7,993 cc, 64V, 4 x turbo. Performance: 1,001 Hp at 6,000 rpm. Topspeed: 407 Kp/h. 0-60: 2,5 seconds. Weight: 1,950 Kg. Units made: 70 units per year. 300 to be made. Price in USD: $1,450,000 বাংলাদেশী মুল্য: ১০কোটি ১৫ লক্ষ্ টাকা মাএ! (দামের সাথে ১৮০% ট্যাক্স যোগ করতে ভুইলেন না!!)।

যদি বাস্তব জীবনে কোনটি পাওয়ার সুযোগ পান তাহলে কোনটা লইবেন,আওয়াজ দেন!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.