আমাদের কথা খুঁজে নিন

   

সর্বকালের সর্বশ্রেষ্ঠ দশটি বই



বিভিন্ন প্রতিষ্ঠান, প্রকাশক, পত্রপত্রিকা, রাইটার্স গিল্ড বিভিন্ন সময় সেরা বইয়ের সমীক্ষা চালিয়ে থাকে। নতুন সহস্রাব্দে একটি সিন্ডিকেটেড সমীক্ষায় ৫৪৪ টি গ্রন্থ অন্তর্ভূক্ত করা হয়। যাচাই বাছাইয়ের পর তা ১২৫ এ হ্রাস করা হয়। এর ওপর পুনরায় জরিপের মাধ্যমে নির্বাচন করা হয় সর্বকালের সর্বশ্রেষ্ঠ ১০ টি গ্রন্থ। সমীক্ষার ফলাফল প্রকাশিত হয় ২০০৭ এর জানুয়ারিতে (গ্রেটেষ্ট বুক অব অল টাইম - লেভ গ্রসম্যান)।

১। আনা কারেনিনা - লেভ তলস্তয় ২। মাদাম বোভারি - গুস্তাভ ফ্লবেয়র ৩। ওয়ার এন্ড পিস - লেভ তলস্তয় ৪। লোলিটা - ভ্লাদিমির নবোকাভ ৫।

দ্য অ্যাডভেঞ্চার অব হাকলবেরি ফিন - মার্ক টোয়েন ৬। হ্যামলেট - উইলিয়াম শেকসপিয়ার ৭। দ্য গ্রেট গ্যাটসবি - এফ স্কট ফিটজেরাল্ড ৮। ইন সার্চ অব লষ্ট টাইম - মার্শেল প্রাউস্ত ৯। দ্য ষ্টোরিজ অব আন্তন শেখভ - আন্তন শেখভ ১০।

মিডলমার্চ - জর্জ এলিয়ট সর্বশ্রেষ্ঠ দশের প্রথম তিনটির দুটোই লেভ তলস্তয়ের। আর শ্রেষ্ঠ দশের শীর্ষ স্থানে তাঁরই অসামান্য সামাজিক উপন্যাস আনা কারেনিনা, যার সূচনা বাক্যটিই এমন : All happy families resemble one another, but each unhappy family is unhappy in its own way. ২২ নভেম্বর ২০১০ ছিলো তলস্তয়ের মৃত্যু শতবার্ষিকী। সর্বকালের সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক কাউন্ট লেভ নিকোলাইভিচ তলস্তয়। তাঁর জীবনের লিখিত প্রতিজ্ঞাগুলোর একটি হচ্ছে – যতটা সম্ভব কম খরচে জীবন পরিচালনা করা। অন্যটি নিজের সব কাজ নিজে করা।

সূত্র: প্রথম আলো ২৬ নভেম্বর ২০১০।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ২৬ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.