আমাদের কথা খুঁজে নিন

   

সর্বকালের হালকা কিবোর্ড


বৃটিশ প্রযুক্তিবিদরা একধরনের নমনীয় কিবোর্ড উদ্ভাবন করেছেন। এই কিবোর্ডটি কাগজের মত হালকা। একে টাচস্ক্রিনের যে কোনো অংশ হিসেবে ব্যবহার করা যায়। কিবোর্ডটির পুরুত্ব মাত্র ০.৫ মিলিমিটার। 'ডেইলি পোস্টস' পত্রিকার খবরে জানা যায়, সিএসআর কোম্পানির উদ্ভাবিত এ 'কিবোর্ড'টিকে বলা হচ্ছে, "বিশ্বের সবচেয়ে হালকা কিবোর্ড।

" কিবোর্ডকে ট্যাবলেট পিসি ও স্মার্ট মোবাইলের ব্যাপ্ত সংবেদনশীল এলাকা হিসেবে ব্যবহার করা যায়। সেজন্য ভোক্তারা মোবাইলের সঙ্গে একে যুক্ত করে এর মাধ্যমে এসএমএস পাঠাতে পারেন। কিবোর্ডটি সর্বশেষ প্রজন্মের এ্যাপল কোম্পানির স্মার্ট মোবাইল ও ট্যাবলেট পিসির সঙ্গে সংযুক্ত করা যায় এবং এতে উইনডোজ-৮ অপরেটিং সিস্টেম ব্যবহার করা যায়। কোম্পানির প্রযুক্তিবিদ পল ওয়ালিয়ামস বলেন, “স্পর্শ এবং অঙ্গভঙ্গি নিয়ন্ত্রণের মাধ্যমে মৌলিক লেখালিখি করতে পারে, যা বর্তমানের টাচস্ত্রিনের তুলনায় সুবিধাজনক। ” তিনি আরও বলেন, “ভবিষ্যতে এটি কম্পিউটার অপারেটরের ইন্টারফেস হিসেবে ব্যবহার করা হবে।

এ কিবোর্ডের মধ্য দিয়ে মৌলিক অক্ষর ছাড়া ছবি আঁকা ও লেখা পাঠানো যায়। ” Click This Link
 

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.