আমাদের কথা খুঁজে নিন

   

মাওয়া টু জাজিরা ( ফটোব্লগ )

এক সময় বই ছিল আমার নিত্য সঙ্গী , অনেক রাত জেগে বালিশ নিয়ে উপুর হয়ে বই পড়তে পড়তে বুক ব্যাথা হয়ে যেত । পড়া শেষ হতো না । আজো বইয়ের কথা মনে হলে আমার বুকে ব্যাথা হয়, তাদের মলাটে ধুলোর আস্তর জমেছে বলে । বইয়ের পোকা থেকে এখন আমি ইন্টারনেটের পোকা । মাঝে মাঝে আমি ক্যামেরা নিয়ে কয়েকজন বন্ধু নিয়ে বিভিন্ন এলাকায় বেড়িয়ে পড়ি ।

সকালে বের হলে সন্ধ্যায় ফিরে আসি । এটার নাম আমি দিয়েছি ওয়ান ডে ট্যুর । বাসে মাওয়া পৌছে ওখান থেকে ট্রলারে আমরা জাজিরা পর্যন্ত গিয়ে আবার মাওয়া ফিরে এসেছিলাম । আজ মাওয়া টু জাজিরা ওয়ান ডে ট্যুরের কিছু ছবি নিয়ে আমার ফটোব্লগ । ১ ।

মাওয়ার ফেরীঘাটের পাশেই শুকনোতে এমন অনেক স্পীডবোর্ড দেখতে পাবেন । ২ । বিলাতি ফড়িং ( মাওয়া ঘাট ) । ৩ । এই ফলটার নাম জানিনা, তবে ছোট বেলায় লুকিয়ে লুকিয়ে এসব অন্যের চুলে কিংবা কাপরে লাগিয়ে খুব মজা পেতাম ( মাওয়া ঘাট ) ।

৪ । অতি চমৎকার এই ক্ষুদে ফুলগুলোর নাম ও আমি জানিনা ( মাওয়া ঘাট ) । ৫ । আরো একটা অজানা ঘাস ফুল ( মাওয়া ঘাট ) । ৬ ।

খড়ার মাঝখান দিয়ে দেখা পদ্মা নদী ( মাওয়া ঘাট ) । ৭ । চাই বোঝাই করা নাও । ৮ । মাথা ।

৯ । একজন হারিয়ে যাওয়া ক্যামেরাম্যান । ১০ । মাঝ নদীতে চলমান একটা ফেরী । ১১ ।

পদ্মার ভাঙ্গা গড়ার খেলা । ১২ । শত শত ড্রেজার লাগিয়ে এভাবেই পদ্মা নদী থেকে বালি তোলা হয় । ১৩ । ১৪ ।

ভাবছেন গাছপালা ছাড়া এ কেমন গ্রাম ? এটা কৃত্রিম গ্রাম, জমির উপর নতুন ঘর-বাড়ি তোলা হয়েছে । এখান দিয়ে পদ্মা সেতু নির্মান করার কথা আছে । জমির মূল্যের চেয়ে বাড়ির মূল্য বেশী পাওয়া যাবে বলে জমিকে বাড়ি বানানো হয়েছে । বাঙ্গালীর বুদ্ধির তারিফ না করে পারা যায় না ১৫ । দুরন্ত কিশোর ( জাজিরা এলাকা ) ।

১৬ । মাছ রাঙা ( জাজিরা এলাকা ) । ১৭ । জেলে নাও ( জাজিরা ) । ১৮ ।

ভাঙ্গন ( জাজিরা ) । ১৯ । প্রচন্ড গরমে জাজিরার নারকেল কুঞ্জে একটু বিশ্রাম । ২০ । গুইসাপ ( জাজিরা ) ।

২১ । নিত্যকর্মে ব্যস্ত মানুষ ( জাজিরা ) । ২২ । লাল সবুজের বাংলাদেশ ( জাজিরা ) । ২৩ ।

দ্বোতালা ট্রেন ২৪ । গরমের আরাম, প্রচন্ড গরমে যিনি আমাদের ঠান্ডা করার প্রয়াস চালিয়েছিলেন ( জাজিরা ঘাট ) । ২৫ । এই ভ্রমণে আমার অন্য সঙ্গীরা । ২৬ ।

কলসী কাখে গায়ের বধু......... ২৭ । নীড় ........ ২৮ । গোধুঁলী বেলা, আমাদের ফেরার পালা...........  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.