বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান ফেরি দু’টির উদ্বোধন করেন।
এ সময় মন্ত্রী বলেন, বর্তমান সরকারের আমলে মোট সাতটি ফেরি বহরে যুক্ত হয়েছে। আরো সাতটি নির্মাণাধীন। এগুলো সেপ্টেম্বরে বহরে যুক্ত হবে।
এছাড়া আরো ৫টি ফেরি নির্মাণ করা হবে যা ২০১৪ সালে চালু হবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব সৈয়দ মনজুরুল ইসলাম, বিআইডব্লউিটিসি’র চেয়ারম্যান মজিবর রহমান, খান ব্রাদার্স শিপ বিল্ডিং লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ এনামুল কবির খান, খান ব্রাদার্স শিপ বিল্ডিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তোফায়েল কবির খান, মাওয়া বিআইডব্লউিটিসি’র এজিএম এস এম আশিকুজ্জামান।
বিআইডব্লউিটিসি’র মাওয়া ঘাট কর্তৃপক্ষ জানায়, কনকচাঁপা ও কলমিলতা নির্মাণে ১৫ কোটি ১৬ লাখ টাকা ব্যয় হয়েছে। প্রতিটি ফেরির ধারণ ক্ষমতা ২৫০ টন।
প্রতিটি ফেরির দৈর্ঘ্য ৪৩ মিটার, প্রস্থ ১২ মিটার এবং গভীরতা ২.৪৪ মিটার। ফেরির গতিবেগ ঘণ্টায় ১০ নটিক্যাল মাইল।
খান ব্রাদার্স শিপ বিল্ডিং লিমিটেড এবং থ্রি এ্যাংগেল মেরিন লিমিটেড যৌথভাবে ফেরি দু’টি নির্মাণ করে। নির্মাণে ২০ মাস সময় লেগেছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।