বিআইডব্লিউটিসির মাওয়ার ম্যানেজার সিরাজুল হক শুক্রবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঘন কুয়াশায় বয়া-বাতি কিছু দেখা না যাওয়ায় দুর্ঘটনা এড়াতে ৫টি ফেরি মাঝ পদ্মায় নোঙ্গর করতে বাধ্য হয়।
এদিকে দীর্ঘ সময় ধরে দেশেরে গুরুত্বপূর্ণ এই ফেরি সার্ভিস বন্ধ থাকায় দুই পাশে অসংখ্য গাড়ি আটকে আছে।
কয়েকদিন ধরেই ঘন কুয়াশায় ফেরি সার্ভিস ব্যাহত হওয়ায় জনদুভোর্গ বাড়ছে।
সকালে সরেজমিনে দেখা গেছে, ফেরি চলাচল বন্ধ হয়ে যাওয়ায় উভয় প্রান্তে পারাপারের অপেক্ষায় রয়েছে ৩ শতাধিক গাড়ি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে গাড়ির সংখ্যাও।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।