আমাদের কথা খুঁজে নিন

   

মাওয়া ঘাট এবং আমার ঢাকায় ফেরা....

এই পোলা ব্লগিং করা ও শুরু করল......কোন কিছু আর বাদ দিব না!!!!!!!!!

গত পরশুদিন মাদারীপুর থেকে ঢাকা এসেছি। হায় কি যে মজা পেলাম তা না বলে বোঝানো যাবে না...৪ ঘণ্টার পথ আসতে সময় লেগেছে মাত্র ৯ ঘন্টা সাথে ঢাকা শহরের মত মধুর জ্যাম তো ছিলই তখন আমি নস্টালজিক হয়ে পরেছিলাম ঢাকার চিরচেনা জ্যামের কথা মনে করে... এটুকুই তে শেষ না আরও আছে, ফেরি পারাপারের টিকেট না পাওয়াতে লঞ্চ পারাপারের গাড়ীতে আসতে হচ্ছিল এরপর হঠাৎ লঞ্চ ঘাট থেকে মাত্র ৬ কিলোমিটার দুরে নামিয়ে দেয়, কি আর করা হাটা শুরু করলাম হাটছি আর হাটছি ২ ঘন্টা একনাগাড়ে হাটার পর লঞ্চ ঘাটে পৌঁছলাম ...তারপর লঞ্চ এ উঠে এক ভদ্রলোকের মুখে শুনি উনি ৬০০ টাকার ভ্যান ভাড়া দিয়ে কিভাবে যেন লঞ্চ ঘাটে এসেছেন কথাটা শুনে মনে মনে বললাম ভালই হইছে বউ বাচ্চা নাই নইলে আমারও...... তারপর দেখি লঞ্চ এর ও দেখি সেইরাম গতি পিছনের ফেরি লঞ্চকে ওভার টেক করে কচ্ছপের গতিতে এগিয়ে গিয়ে যাত্রীদের নামিয়ে দেয় আর আমরা তাকিয়ে রই কখন নামতে পারব ...যাই হোক এবারের জার্নিটা সেইরাম পুরাই সেইরাম হইছে...কোনোদিনও ঐ দিনের কথা ভুলতে পারব না ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.