আমাদের কথা খুঁজে নিন

   

প্রিয় কিছু রবীন্দ্রসঙ্গীত ও ডাউনলোড লিঙ্ক

YOU'RE LOOKING AT ME BUT I'M LOOKING THROUGH YOU আমার প্রিয় কিছু রবীন্দ্রসঙ্গীত----- ১। ওগো মা, তোমার কোলে জনম আমার মরণ তোমার বুকে ও আমার দেশের মাটি (রেজয়ানা চৌধুরী বন্যা) View this link (ফাহমিদা নবী) View this link (ইন্দ্রনীল) ২। আমি ঘুমের ঘোরে চাঁদের পানে চেয়ে থাকি মধুর প্রাণে। তোমার আখির মত দুটি তারা ঢালুক কিরণ ধারা.....তুমি কোন কাননের ফুল (শ্রীকান্ত) View this link (ফাহমিদা নবী)View this link (আশা ভোসলে) ৩। ছিন্ন পাতার সাজাই তরণি একা একা করি খেলা আনমনা যেন দিকবালিকার ভাসানো মেঘের ভেলা....ছিন্ন পাতার (অরুন্ধতি চৌধুরী) ৪।

তারই সঙ্গে কি মৃদঙ্গে সদা বাজে তা তা থৈ থৈ তা তা থৈ থৈ মম চিত্তে (আরতি মুখোপাধ্যায়) ৫। হায় মাঝে হলো ছাড়াছাড়ি গেলেম কে কোথায় আবার দেখা যদি হলো সখা প্রাণের মাঝে আয়.....পুরানো সেই দিনের কথা (হেমন্ত) ৬। আকাশে কার বুকের মাঝে ব্যাথা বাজে দিগন্তে কার কালো আঁখি আঁখির জলে যায় ভাসি ভালবাসি..... ভালবাসি (শুভমিতা) View this link ইন্দ্রাণী সেন) View this link (সুচিত্রা মিত্র) Click This Link (শ্রীকান্ত-শ্রীরাধা ব্যানার্জি) ৭। আমি আকাশে পাতিয়া কান শুনেছি শুনেছি তোমারই গান আমি তোমারে সপেছি প্রাণ ওগো বিদেশিনী..... আমি চিনিগো চিনি তোমারে ৮। কে তোরা খুঁজিস তারে কাঙাল-বেশে দ্বারে দ্বারে, দেখা মেলে না মেলে না,-- ও তোরা আয় রে ধেয়ে দেখ্‌ রে চেয়ে আমার বুকে -- ওরে দেখ্‌ রে আমার দুই নয়ানে॥ আমার প্রাণের মানুষ আছে প্রাণে ৯।

তুমি রবে নীরবে হৃদয়ে মম নিবিড় নিভৃত পূর্ণিমানিশীথিনী-সম॥ মম জীবন যৌবন মম অখিল ভুবন তুমি ভরিবে গৌরবে নিশীথিনী-সম॥ জাগিবে একাকী তব করুণ আঁখি, তব অঞ্চলছায়া মোরে রহিবে ঢাকি। মম দুঃখবেদন মম সফল স্বপন তুমি ভরিবে সৌরভে নিশীথিনী-সম॥ তুমি রবে নীরবে View this link (ফাহমিদা নবী) ১০। কৃষনকলি আমি তারেই বলি, কালো তারে বলে গায়ের লোক, মেঘলা দিনে দেখেছিলেম মাঠে, কালো মেয়ে কালো হরিন চোখ, ঘোমটা মাথায় ছিল না তার মোটে, মুক্ত বেনী পিঠের পরে লোটে... কালো??? তা সে যতই কালো হোক...... দেখেছি তার কালো হরিন চোখ কৃষ্ণকলি আমি তারেই বলি (মনোজ মুরালি নেয়ার) ১১। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে। এ জীবন পুণ্য কর দহন-দানে॥.....আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে (হেমন্ত) ১২।

তোমায় গান শোনাবো তাই তো আমায় জাগিয়ে রাখো ওগো ঘুম ভাঙ্গানিয়া তোমায় গান শোনাবো ওগো দুঃখজাগানিয়া তোমায় গান শোনাবো.......তোমায় গান শোনাবো (হেমন্ত)View this link (সুমন) View this link (অদিতি মহসিন) ১৩। ফুলের বনে যার পাশে যায় তারেই লাগে ভালো.....চাঁদের হাসির বাঁধ ভেঙ্গেছে ১৪। এত ভালোবাসি, এত যারে চাই, মনে হয় না তো সে যে কাছে নাই-- যেন এ বাসনা ব্যাকুল আবেগে, তাহারে আনিবে ডাকি॥.....দিবস রজনী আমি যেন কার আশায় আশায় থাকি (আবিদ) View this link (অদিতি মহসিন) View this link (হেমন্ত,অরুন্ধতি) ১৫। মনে কী দ্বিধা রেখে গেলে চলে সেদিন ভরা সাঁঝে যেতে যেতে দুয়ার হতে কি ভেবে ফিরালে মুখখানি মনে কি দ্বিধা রেখে (হেমন্ত) View this link (রেজওয়ানা চৌধুরি বন্যা) View this link (দেবব্রত বিশ্বাস) View this link (ইন্দ্রাণী সেন) ১৬। না চাহিলে যারে পাওয়া যায়, তেয়াগিলে আসে হাতে, দিবসে সে ধন হারায়েছি আমি-- পেয়েছি আঁধার রাতে॥না চাহিলে যারে পাওয়া যায় (মান্না দে) View this link (ইন্দ্রাণী সেন) ১৭।

সেই ভালো সেই ভালো, আমারে নাহয় না জানো। দূরে গিয়ে নয় দুঃখ দেবে, কাছে কেন লাজে লাজানো ॥ সেই ভালো সেই ভালো (শুভমিতা) ১৮। মাঝির লাগি আছি জাগি সকল রাত্রিবেলা, ঢেউগুলো যে আমায় নিয়ে করে কেবল খেলা। ঝড়কে আমি করব মিতে, ডরব না তার ভ্রুকুটিতে দাও ছেরে দাও, ওগো, আমি তুফান পেলে বাঁচি॥তোমার খোলা হাওয়া (ইন্দ্রাণী সেন) ১৯। আমি কান পেতে রই, ও আমার আপন হৃদয়গহন-দ্বারে বারে বারে কোন্‌ গোপনবাসীর কান্নাহাসির গোপন কথা শুনিবারে-- বারে বারে ॥আমি কান পেতে রই (অদিতি মহসিন) ২০।

তোমার হলো শুরু আমার হলো সারা....তোমার হলো শুরু (হেমন্ত) আরো গান আগামী পর্বে। দ্বিতীয় পর্ব- প্রিয় কিছু রবীন্দ্রসঙ্গীত ও ডাউনলোড লিঙ্ক (দ্বিতীয় পর্ব) ভাল থাকুন। (আমি এখন নিরাপদ)  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ৫৯ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.