আমাদের কথা খুঁজে নিন

   

তুমি মোরে করেছো মালাউন

ফুরিয়ে এসেছে জীবন, বাঙলার সব রমণীর অভিশাপে : কাঁকড়া-বিছার দংশনে সাত-মুখো বিষফোঁড়া হৃদয় আমার। পাঁচটি বছর মেলাতে হবে চোখের তলার কালো রেখা গুনে-গুনে, ওরে নগ্ন-কামুক-বৃষের পিঠের সাওয়ার : এই ছিলো লানত। আরও ছিলো, তুতেনখামেনের কফিনে খোদাই হায়ারোগ্লিফিক যেমন, তেমনি অমোঘ : প্রেম পাবিনা, শান্তি পাবিনা, স্বস্তি পাবিনা; স্বর্গ-মর্ত্য-নরক ঘুরে-ঘুরে। মহামানব মহাপাতক তাই্, সিরিলিক বা সোয়াহিলি ভাষার মত দুর্বোধ্য আগামীতে। ৩০/০৭/২০১২ বিঃদ্রঃ মালাউন শব্দটি শুধুমাত্র আরবীর শাব্দিক অর্থে (অভিশপ্ত) নিতে হবে। কোন বিশেষ গোষ্ঠী অর্থে ব্যবহৃত নয়। কারো মনে আঘাত দেয়ার জন্য রচিত নয়।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।