আমাদের কথা খুঁজে নিন

   

মোরে ভালোবাসায় ভুলিও না...

আপনা মাঝে খুঁজেফিরি নিজেকে

আমি ভালোবাসার কাঙ্গাল। জীবনে ভালোবাসাকে আমি সর্বাধিক গুরুত্ব দেই। তার চেয়ে অধিক গুরুত্ব দেই বন্ধুত্বকে। আর প্রেমহীন বন্ধুত্ব আমি কল্পনাও করতে পারি না। তবে খুব বিরক্ত হই যদি বন্ধত্ব প্রেমহীন হয়।

কেউ কেউ আছে শুধু প্রেম নিয়ে আসে। কেউ বা বন্ধুত্ব। কিন্তু কোনটিকেই পরিপূর্ণ মনে হয় না। তাই তার স্থায়ীত্বও থাকে কম। যারা প্রেমহীন বন্ধুত্ব কিংবা বন্ধুত্বহীন প্রেম নিয়ে আসে তাদের জন্য- মোরে ভালোবাসায় ভুলিওনা, পাওয়ার আশায় ভুলিও... তবে পাওয়ার গ্যারান্টি দিতে পারি না।

কারণ... তবে এটা মনে রেখ... সে ভালোবাসয় ভোলায় মোরে, মিছে আশায় ভোলায় না.. সেইতো আমার প্রিয়.... যে দুঃখ-সুখে দোলায় মোরে, কল্পনাতে দোলায় না, সেইতো আমার প্রিয়... হে প্রিয়, তুমি আমায় নিশ্চই কল্পনানত দোলাবে না? প্রতিশ্রুতি দাও! মিছে করে হলেও একবার বলো- মিছে আশায় ভোলাবে না? কারণ তুমি আমার বন্ধু। অবশ্য বন্ধুত্ব এর মাঝে অনুরোধ, সরি শব্দগুলো বেমানান। তবে মান-অভিমান না থাকলে বন্ধুত্ব জমে না। তাই বলছি, যদি না বলো যে আমাকে মিছে আশায় ভোলাবে না, তামি তবে অভিমান করব। একটা কথা মনে রেখ... মন কিন্তু খুব দামী, আবার ঠুনকো।

এর সাথে ছলনা করলে প্রতিদান মিলবেই। যার সাথে ছলনা করছ সে বুঝুক আর নাই বুঝুক, তুমি বুঝবে এটা ছলনারই ফল। তার দায় তোমাকেই নিতে হবে। সেদিন হয়ত আমি অ---নে---ক--- দূরে চলে যাব। অঝোরে কাঁদলেও কিছু করতে পারব না।

তাই বলি, নিজের সাথে ছলনা করো না, প্লিজ...

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৮ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।