আমাদের কথা খুঁজে নিন

   

সস্তা ছড়া !!! (একদম ফ্রিতে)

হৃদয়ে আমার “একাত্তর” স্বপ্নে দেখি রঙিন ভোর! ১ মেয়ে ভীষণ সুন্দরী, কথায় কথায় ভুল ধরি! ২ সারাটা দিন তোমার প্রেমে পড়তে চাই! আমি অধম বিশ্ব রেকর্ড গড়তে চাই! ৩ চেয়ে থাকি অপলক, চোখাচোখি সফল হোক! ৪ আম পাতা জোড়া জোড়া, তোমায় দেবো ফুলের তোড়া! ৫ চাঁদের হাসি তোমার মতো, তোমার হাসি চাঁদের মতো! ৬ আমি এই তুমি ময়, আমাতেই তুমি হয়! ৭ প্রেম! সেতো- হ য ব র ল, বায়বীয়,কঠিন তরল ও! ৮ কি আজব কারবার, প্রেমে পড়ি বারবার! ৯ তোমার বাবা রুই-কাতলা আমার বাবা চুনোপুঁটি, তোমার আমার প্রেম-পিরীতি সম্ভব নয়, শুনো খুকি?! ১০ প্রেমের মরা ডোবেনা নাকি জলে! এমন কথা কোন্ বেকুবে বলে? ১১ আমার মনের বাগানে, ফুল হয়ে তুই জায়গা নে! ১২ ছড়া লিখে সস্তায়, কবি এখন পস্তায়!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।