জাস্ট প্লেয়িং এ রোল হেয়ার, অন বিহ্যাফ অফ বোকামন [দয়া করে,বোকামনের যেকোনো পোস্টের সমালোচনায় সংকোচ-বোধ করবেন না]
বাবজান, ঈদের জামা কিনা দিবা না
ঐ বাদা....ম ! পাঁচ টাকার বাদাম দেও দেখি
কী দেও ! একটু বেশি কইরা দিতে পারো না
বাবজান, ঈদের জামা কিনা দিবা না
লবণটা একটি বেশি কইরা দিও, ঠিক আছে ঠিক আছে চলবে। ।
এই লও টাকা। কি মিয়া ? মুখটা শুকনা কেন ! বেঁচা-কেনা ভালো না !
রোজা-রমজানের দিন, বাদাম আর কে খাইবো। এই মাসে অন্য কাম করবা, ভালো অইবো।
বাবজান, ঈদের জামা কিনা দিবা না
---------------------------------------------------------------
মামুণি, কোথায় তুমি !
-ইয়েস পপা
এই নেও টাকা, আমি দেশের বাইরে যাচ্ছি। সো তোমাদের সাথে সপিং যাওয়া হবেনা। যদি আরো টাকা লাগে, অফিসে বলা আছে। যা লাগে খরচ করবে কেমন। সাথে ক্রেডিট কার্ড রাখতেও ভুলবেনা।
আর হ্যাঁ তোমার ফ্রেন্ডসদের কিন্তু গিফট করবে কিছু। আমি সিঙ্গাপুর থেকেও নিউ কালেকশন নিয়ে আসবো। ঈদের তিন-চারদিন পরেই আসবো। ওকে মামণি !! গুড বাই......
-বাট পপা !!!
প্লিজ মামনি, ফ্লাইটের সময় হয়ে যাচ্ছে। আর কোন কথা নয়।
মমি...ন, ড্রাইভার কে বলো গাড়ি বের করতে। ।
--------------------------------------------------------------
বাবজান চলোনা বড়মার্কেটাতে যাই। চলোনা চলোনা ... বাবজান।
বাবজান ঐ যে ঐ যে নীল জামাটা অনেক সুন্দর, ওইড্যা কিনা দেওনা।
ভাই ওই জামাটা দেখাননা একটু
- ওই মিয়া, জানো জামাটার দাম কতো। ১০,০০০ টাকা। ফুটপাতের মানুষ ফুটপাতেই থাকো। উপরে আইসো না শুধু শুধু। কষ্টই পাইবা।
জ্বী স্যার ! হ্যাঁ স্যার দেখাচ্ছি.....
-------------------------------------------------------------
ঈদের দিন:
-ফুটপাতের সস্তা দামের ও মানের নীল জামা পরিহিতা মেয়েটি বাবার সাথে শিশুপার্কে নীল প্রজাপতির মত ঘুরে বেড়াচ্ছে। যেন- “আমরা সবাই রাজা আমাদেরই রাজার রাজত্বে”
-লাখ টাকা দামের অতীব সুন্দর জামা পরিহিতা মেয়েটি বন্ধু-বান্ধবের সাথে হৈ-হুল্লোড়েও কেমন যেন নিস্তব্ধ, মনমরা। যেন-“কারুকার্যময় ফুলদানীতে প্লাস্টিকের একগুচ্ছ ফুল”
ছবি কৃতজ্ঞতা:গুগল
Draft
01:49:03
Zurich
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।