প্রিয় মাধবীলতা... তোমরা শুধু বাহিরটা দেখ যে পথে কোন পথিক হাঁটে না ভেতরের সেই পথ তোমাদের নিকট অজানাই থেকে যায় জীবনের পথ চলায় তোমরা অজস্র সম্মানে ভুষিত কর সময়ের ধারায় তোমাদের ই খুঁজে পাই না একসময় এ কেমন বাস্তবতা আমি বুঝে পাই না সবকিছু আমায় বড্ড বেশী তাড়িয়ে বেড়ায় জীবন নাটকের নাট্যকার কে জানতে ইচ্ছা করে আমার ! হৃদয়ের চোরা গলিপথে যে ব্যথা পায় সেই শুধু বুঝে বেঁচে থাকাটা কত বড় অভিশাপ যখন সে জীবন যুদ্ধে পরাজিত হয়ে মুক্তি খুঁজে নীল বিষের পেয়ালায় তোমাদের মত মানুষেরাই তখন বলে উঠে 'জীবনটা কি এতই সস্তা ?' 10:15 am ২৮।১২।২০১১ © ফয়সাল বিন হাফিজ
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।