আমাদের কথা খুঁজে নিন

   

সমকামিতার ভয়াবহতা

জীবনে অনেক কথা থাকে যা আমরা কাউকে মুখে বোলতে পারি না .. কিনতু লিখে দিলে অনেক কিছু বলে ফেলা যায় .. আজ এই সাইট এ জয়েন করলাম শুধু এই আশায় যে এখানে লিখে জিবোনের না বলা কোথা গুলো সবার সাথে ভাগ করবো .. সমকামিতা মহামারি রূপ ধারণ করেছে। পৃথিবীর আদিমতম একটি ব্যাধি হচ্ছে এই সমকামিতা। মানুষসহ অন্যান্য প্রানীদের মধ্যে সমকামিতার প্রবনণতা লক্ষ করা যায়। কিন্তু সভ্য জগতে মানুষ কেন এরকম পশুবৃত্তিক কাজে লিপ্ত তা আমার বোধগম্য নয়। অনেকবার ভেবে দেখেছি এই ভয়াবহ বিষোয়টিকে নিয়ে।

বিয়ামে একটা ওয়ার্কশপে অংশ নিয়েছিলাম। সেখানে কিশোর-কিশোরিদের যৌন হয়রানিমূলক একটি সেশন ছিল। ভীষণ অবাক হলাম এটা ভেবে যে, কিশোরিরা বাড়িতে যৌন হয়রানীর স্বীকার হয় কিন্তু কিশোররা কিভাবে হয়! আলোচনার গভীরে প্রবেশ করে জানলাম ভয়াবহ সব তথ্য। একটি বেসরকারি সংস্থার জরিপে উঠে এসেছে অনেক অজানা তথ্য। নাম প্রকাশে অনিচ্ছুক একশত জন পুরুষের ওপর জরিপ চালানো হয় টাঙ্গাইল জেলায়।

জরিপে অংশ নেয়া লোকগুলোর বয়স ২০ থেকে ৪০ এর ভেতরে। তারা জানিয়েছে তাঁদের ছেলেবেলার ভয়াবহতম যৌন হয়রানিমূলক ঘটনা। তারা যাদের দ্বারা যৌন হয়রানির স্বীকার হয় তারা তাঁদের ঘরের মানুষ। এরা হচ্ছেন-মামা, চাচা, খালু, পিতামহ, খালা, চাচি বাড়ির কাজের লোক/মহিলা, বাড়ির গাড়ি চালক প্রমূখ ব্যাক্তি। এতে দেখা যাচ্ছে তারা শুধুমাত্র নারীদের দ্বারা নয় সমকামিতারও স্বীকার হয়েছেন ঘরের মানুষ দ্বারা।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.