আমাদের কথা খুঁজে নিন

   

রাবি ছাত্রীর সমকামিতার খবর ও কতিপয় মন্তব্যকারী

দুনিয়াতে শুধু দুই প্রকার মানুষ আছে। একদল ভাল, একদল খারাপ। এর বাইরে আর কোন বিভেদ নাই। চমৎকার একটা খবর পেলাম- সমকামিতার অভিযোগ উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর বিরুদ্ধে। প্রথম আলো অনলাইনে প্রকাশিত খবরে প্রকাশ, "রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মন্নুজান হলের এক ছাত্রীর বিরুদ্ধে সমকামিতার অভিযোগ করার প্রতিবাদে ওই হলের ছাত্রীরা দফায় দফায় বিক্ষোভ মিছিল, সমাবেশ ও ভাঙচুর করেছেন।

গতকাল শনিবার রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। (১৯/০২/১২)"। খবর সত্য মিথ্যা যাই হোক মিডিয়ার কল্যানে ইতিমধ্যে সংবাদটি ছড়িয়ে পড়েছে। তাতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মাঝে বেশ উত্তেজনার সৃষ্টি হয়েছে। পত্রিকায় প্রকাশিত সংবাদে আরো বলা হয়েছে, "হলের এক আবাসিক ছাত্রীর বিরুদ্ধে সম্প্রতি তাঁর দুই রুমমেট সমকামিতার অভিযোগ করেন।

তাঁরা ওই ছাত্রীকে অন্য কক্ষে পাঠানোর আবেদন করেন প্রাধ্যক্ষের কাছে। রাতে এ ঘটনা জানাজানি হলে হলের ছাত্রীরা এই অভিযোগের ব্যাপারে খোঁজখবর নিতে শুরু করেন। ছাত্রীরা খোঁজ নিয়ে জানতে পারেন, ওই অভিযোগ ভিত্তিহীন ও বানোয়াট। তাঁরা ক্ষুব্ধ হয়ে ঘটনার সুষ্ঠু সমাধানের দাবিতে রাত সাড়ে ১২টার দিকে হলের ভেতরে আন্দোলন শুরু করেন। এ সময় আন্দোলনরত ছাত্রীরা হলের ভেতরে ফুলের টব, জানালার কাচসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করেন।

" খবর শুনে সাথে সাথে প্রতিক্রিয়া দেখানো- ভাল মানুষের লক্ষন নয়, তারপরও অনলাইন জগতে বিকল্প মিডিয়ার কল্যানে মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে বেশ কিছু প্রতিক্রিয়া দেখতে পেলাম। বেশ ভাল লাগল মন্তব্যগুলো পড়তে। খবরের নিচে নামহীন অগাত এক ব্যক্তি মন্তব্য করেছেন, "একদিকে নিজের প্রয়োজন মত আধুনিকতার সব সুযোগই নিতে চাবেন অন্যদিকে সমাজের চাকা ফাতোয়ার মত বুলি আওরিয়ে পেছনে ঘুরানোর চেষটা করবেন তা কি পরস্পর বিরোধিতা না ?" তিনি পাঠকদের উদ্দেশ্যে প্রশ্ন করেছেন, ""সমকামিতা আধুনিক বিশ্বে কোন অপরাধ নয় । আমরা কি ধাবিত হচ্ছি গুহার যুগের দিকে না আধুনিকতার দিকে ?" অভিক আমান লিখেছেন, "ওই অভিযোগ ভিত্তিহীন ও বানোয়াট। বাংগালির হিংসাহানাহানী সবাই অবগত।

এই দায় থেকে শুধু মেয়েরা মুক্ত। মেয়েরা মায়ের জাত আমি ইজ্জত করি। সুতরাং অন্যকে ফাসানোর কাজ আপনাদের শোভা পায়না। " রেজোয়ান আহসান তার মন্তব্যে সন্দেহ প্রকাশ করেছেন, "এমনতো নয় যে অভিযোগকারী দুই ছাত্রীই সমকামী । আর তাই বিপরীতগামী ছাত্রীকে রুম থেকে তাড়াতে চেয়েছে!" মোশাররফ হোসেন ও মস্কো বিল্টু নামক অপর দুই ব্যক্তি ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন।

মস্কো বিল্টু আরো বলেছেন,"বাংলাদেশেও সমকামিতার বাতাস, নাকি কোন মহলের রাজনৈতিক স্বার্থ?" তবে মজার মন্তব্য করেছেন এক সন্তানের জনক নুরুল আবসার হোসাইন। তিনি লিখেছেন, "এই ধরনের খবর না ছাপালে কি চলেনা? ঘরের ছোট বাচ্চাটা যদি জিজ্ঞাসা করে বাবা সমকামিতা কি ? কি জবাব দিব?!!" ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.