আমাদের কথা খুঁজে নিন

   

অতপরঃ সামুতে জনৈক গণ্ডমূর্খের এক বছর পূর্তি; একটি গুবেষনাময় পোস্ট

বোবা আর বোকার কোনো শত্রু নাই দেখতে দেখতে পাক্কা একটি বছর পার করে ফেললাম সামুতে। মাঝে মাঝে নিজের কাছেই খটকা লাগে এই আমি জনৈক গণ্ডমূর্খও সামুর একবর্ষজীবী(!) ব্লগার হয়ে গেছি। মনে হচ্ছে এই সেদিন মাত্র সামুতে ব্লগিং এর হাতে খড়ি হল। যাই হোক এবার আসল কথায় আসি। প্রায় অনেক প্রিয় ব্লগারকেই দেখেছি বর্ষপূর্তিতে পোস্ট দিতে।

সে হিসেবে আমারও মুঞ্চাইল একটা বর্ষপূর্তি পোস্ট দেয়ার। আবার অনেককেই দেখেছি তাদের প্রিয় প্রিয় সব ব্লগারদের নাম মেনশন করে বর্ষপূর্তি পোস্ট দিতে। তবে আমি অবশ্যই নাম মেনশন করে কাউকে হাইলাইট করছি না। আমার কাছে আমার সকল পাঠকই সমান। সকল ব্লগারই সমান প্রিয়।

সবার উৎসাহ, অনুপ্রেরণা আর ভালোবাসাই আমাকে এতদুর নিয়ে এসেছে এ বিষয়ে কোন সন্দেহ নেই। এই একটি বছরে অনেক অনেক ব্লগারের সাথে পরিচয় হয়েছে। ফেবুতে কথা হয়েছে। সামনাসামনিও অনেকের সাথে দেখা হয়েছে। সিলেটে থাকার সুবাধে সিলেটী ব্লগারদের সাথেও ভালো একটা কমিউনিকেশন গড়ে উঠেছে।

এবং অবশ্যই আমাকে এ সুযোগটুকু করে দিয়েছে সামু। এমন দিনটিতে সামুর একটু প্রশংসা না করলে বরং অন্যায় হয়ে যাবে। থ্যাংক্‌স এ লট সামু। যাই হোক এবার পরিসংখ্যাননামাটাও দেখিয়ে ফেলি। যদিও নিতান্তই লজ্জা হচ্ছে।

এই হল জনৈক গণ্ডমূর্খের গত এক বছরের ব্লগ পরিসংখ্যাননামা। এক বছরে মাত্র সাতাশটা পোস্ট!!! ড্রাফট মিলিয়ে গোটা ত্রিশেক। সামুর অন্যতম আইলস্যা ব্লগারদের একজন আমাকে বলা হলেও মনে হয় খুব বেশি ভুল হবে না। আর ব্লগার হিসেবে নিজেকে মূল্যায়ন করতে বললে এক কথায় বলব আমি এখনও কোন জাতেরই ব্লগার না। ব্লগিংটা মাত্র শিখছি।

তবে অবশ্যই ব্লগটাকে উপভোগ করছি। যাই হোক সামুর এত এত প্রশংসার মাঝে একটু সমালোচনা না করলে কেমন হয়?? কেউ যদি আমাকে বলে গত একটি বছরে সামুতে এসে আমি কি হারিয়েছি? তাহলে শুরুতেই বলব আমার সুন্দর নামাখানা। কোন দুঃখে যে এই নাম নিয়ে ব্লগিং শুরু করেছিলাম। তারপর হারালাম আমার স্বাদের ছয় বছর বয়সী ফেবু একাউন্টখানা। সুমন নামে আমাকে এখন দুই চারটা কাকপক্ষীও চিনে কিনা যথেষ্ট সন্দেহ হয়।

অথচ মাস চারেক আগে যখন ফেবুতে জনৈক গণ্ডমূর্খ নাম দিয়ে একটা একাউন্ট খুলি, আহা!! ফ্রেন্ড রিকোয়েস্টের হিড়িক পড়ে যায়!! বুঝলাম ততদিনে সামু যা করার করে দিয়েছে। মজার মাঝেও অবশ্যই এ সত্যটুকু স্বীকার করতেই হয়, আমার ইউনিভার্সিটি বলি আর কাছের বন্ধুদের কথাই বলি ওদের সাথে স্পষ্টতই একটা দূরত্ব সৃষ্টি হয়ে গেছে। যদিও এ নিয়ে আমার বিন্দুমাত্রও আক্ষেপ নেই। তারচেয়েও বড় একটা পরিবার তো আমি পেয়েছি। এখন কোন কাজে একটু বাইরে বের হলে প্রথমেই ফোন করি সিলেটের কোন ব্লগারকে।

হয়ত জীবনটাই এমন। শেষ করার আগে আরও দু'চারটি কথা বলা প্রয়োজন মনে করছি। অবশ্য হাতে সময় থাকলে আমার সবগুলো পোস্টের লিংক সামনে এনে দিতাম। কমিউনিটি সাইটগুলোতে লেখালেখি করতে গেলে প্রায়ই দেখা যায় অনেকের মতের বিরুদ্ধে কোন প্রসঙ্গ চলে আসে। আর সেখান থেকে অবধারিতভাবেই ঝামেলা তৈরি হয়।

ব্লগের ভাষায় যাকে বলে ক্যাচাল। আমিও যে গত একবছরে সেগুলোতে সামান্যতম জড়াই নি তা কিন্তু নয়। কোন মানুষেই ভুলের উদ্ধে নয়। আমি যদি আমার চেতন কিংবা অবচেতন মনে আমার কোন কথায় কাউকে সামান্যতম কষ্টও দিয়ে থাকি আমি অবশ্যই তাদের কাছে ক্ষমাপ্রার্থী। আশা করি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

পাশাপাশি সবার কাছে এই শুভকামনাটুকু প্রত্যাশা করি ভবিষ্যতে যেন আরও ভালো ভালো লেখা আপনাদের উপহার দিতে পারি। ভালো হোক সবার। মঙ্গলময় হোক আমাদের এ পথচলা। সবার জন্যই শুভকামনা। উৎসর্গঃ পুরো সামহোয়্যার ইন ব্লগ পরিবারকে।

অঃটঃ অনেক ব্যস্ততার মাঝেও পোস্টটি লিখলাম। আসলে সামু ছাড়া এক মিনিটও ভালো কাটে না কি করার। আপাতত কিছু দিন সামু থেকে অবসরে যাচ্ছি। জানি না কয় দিন থাকতে পারব। ফিরে আসার আগপর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।

সেই প্রত্যাশা সব সময়। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৮ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.