আমাদের কথা খুঁজে নিন

   

আওয়ামী রাজনীতি এবং অতপরঃ একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের কল্পনা

একদিন তোর কথা শুনবে নদি...

1971 সালে বাংলাদেশ স্বাধীনতা লাভের পর 1972 সালে ক্ষমতা গ্রহণ করে হুজুগে ধর্মনিরপেক্ষ মতবাদের বাহক আওয়ামীলীগ। 1972 থেকে 1975 সালে ক্ষমতায় থাকাকালে তাদের ধর্মহীনতার চিত্র নিম্নরূপ ঃ 1। ধর্মভিত্তিক রাজনৈতিক দল নিষিদ্ধ করা। 2। 1972 সালের সংবিধানে সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষ মতবাদ অন্তর্ভূক্ত করার মাধ্যমে ইসলাম ও ইসলামি প্রতিষ্ঠানগুলোর ওপর আঘাত হানা।

3। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম থেকে কুরআনের আয়াত 'ইকরা বিসমি রাবি্বকাল্লাজি খালাক' বাদ দেয়া। 4। ঢাকা বোর্ডের সার্টিফিকেট থেকে 'রাবি্ব জিদনি ইলমা' আয়াতটি বাদ দেয়া। 5।

পুরান ঢাকার ইসলামিক ইন্টারমিডিয়েট কলেজ থেকে শুধু ইসলাম শব্দই বাদ দেয়া হয় নাই বরং এর ইসলামি চরিত্রকে নিমর্ূলও তারা করে। 6। উক্ত আড়াই বছরে নতুন কোন মাদ্রাসার মঞ্জুরি প্রদান তারা করেনি। সরকার পতনের পর অনেক পানি গড়িয়েছে বঙ্গেতে। আওয়ামীলীগ তবু এলো না সিংহাসনে।

হুট করে 1996 সালের নির্বাচনের আগে আওয়ামীলীগের নেতা-নেত্রীদের পোশাক-আশাক ও আচার-আচরণে পরিবর্তন দেখা গেল। দলীয় সভানেত্রী শেখ হাসিনার হাতে তাসবিহ, মাথায় কালো পট্টি ও ঘোমটা টানা শাড়িসহ জায় নামাজে মুনাজাতরত অবস্থায় রঙিন ছবি সারাদেশে ব্যাপকহারে নির্বাচনী কাজে প্রচার করা হলো। সেই সঙ্গে 'লা ইলাহা ইল্লাল্লাহ, নৌকার মালিক তুই আল্লাহ' স্লোগানটি অত্যন্ত জোরালো ভাবে তুলে ধরা হলো। মিছিলে সভা-সমাবেশে এবং নির্বাচনী প্রচারণায় ইসলামবিরোধী বক্তব্য দিতে নেতারা ভুলে গেলেন, পরিস্থিতি এমন হলো যেন নিজেদের তারা চেনে না- ম্যা কায়া হু? ম্যা কন হু? এসবের আড়ালে নিজেদের পুরনো চেহারা তারা ঢেকে রাখতে সক্ষম হলেন। শেখ হাসিনার অতিব ধার্মিক জীবন যাপনের বদৌলতে জনগণ তাদের ভোট দিয়ে নিজেদের পাছায় নিজেরা লাত্থি মারলো।

1996 সালে পুনরায় ক্ষমতায় গিয়ে অতি অল্প সময়ের মধ্যে তারা স্বরূপে আত্মপ্রকাশ করে নিজেদের আসল চেহারা দেখাতে শুরু করে। দুই তৃতীংশ সংখ্যাগরিষ্ঠতার অভাবে তারা ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করতে পারেনি। এটা তাদের জন্য 'ব্যাড লাক খারাপ' জাতীয় হতাশা ছিল। তারপরও এ সময়কালে তারা বসে বসে কালো টাকাই শিকার করেনি, তারা এ সময়কালে ঃ 1। 252টি মাদ্রাসার এমপিও বাতিল করেছে।

2। বহু এতিমখানার ক্যাপিটেশন গ্রান্ট বাতিল করেছে। 3। সাধারণ শিক্ষা ব্যবস্থায় ইসলামি শিক্ষার জন্য 100 নম্বরের পরিবর্তে 50 নম্বর নির্ধারণ করেছে। 4।

কয়েক হাজার আলেমকে কারাগারে আটক করে নির্যাতন করেছে। 5। কওমি মাদ্রাসাগুলোতে লাদেন বাহিনীর কল্পকাহিনী তৈরী করে এগুলো ধ্বংসের ষড়যন্ত্র করেছে। 6। নির্বাচনী পোষ্টারে কুকুরের মাথায় টুপি লাগিয়ে পুরো ইসলাম ধর্মকে অপমান করেছে।

2007 নির্বাচনে বিজয়ী হয়ে ক্ষমতায় এলে তারা কি কি করবে তার কিছুর পূর্ব ঘোষণা তারা এর মধ্যে দিয়ে ফেলেছে, এবার তারা যা করবে তা হলো ঃ 1। সংবিধান থেকে- (ক) বিসমিল্লাহির রাহমানির রাহিম, (খ) সর্ব শক্তিমান আল্লাহর ওপর আস্থা রাখা, ইত্যাদি তারা মুছে দিয়ে তথাকথিত ধর্মনিরপেক্ষ মতবাদ কায়েম করবে। এটাই যদি হয় ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের কল্পনা তবে গলাবাজি করে কি লাভ? বিশেষ লক্ষ্যনীয় ঃ (ক) শেখ হাসিনা একটি মহিলা, চেহারা দেখে পুরুষ ভাবলে ভুল করবেন। (খ) শেখ হাসিনা, শেখ মুজিবের মেয়ে হন; বউ নন । (গ) '72 সালের সংবিধানকে পুনরুজ্জীবিত করবেন মর্মে আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল বিবিসি'কে বক্তব্য দিয়েছেন।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.