আমার মাত্র দুইখান চাক্কা একখান গাড়ী ... সময়ের সাথে তাল মিলিয়ে এক এর পর এক ঘটনার জন্ম দিয়েই যাচ্ছে দেশ ( পড়ুনঃ সরকার)। সাম্প্রতিক কালের কিছু ঘটনার কথা বলি। প্রথমে ঘটল সাগর-রুনী হত্যাকাণ্ড। সেই ঘটনা থেকে সমগ্র জাতিকে অন্য পথে চালানোর জন্যে আবির্ভাব লিমন-কাহনের। সেখান থেকেও আমাদের চিন্তাধারাকে অন্য পথে নিতে এল পদ্মা সেতু প্রকল্প।
সেখান থেকে নজর ফেরানোর জন্যে দেশের প্রবীন রাজনীতিবিদ সুরঞ্জিত সেনগুপ্ত-কে বলির পাঁঠা বানিয়ে ঘটানো হল রেল কেলেঙ্কারির মত ন্যাক্কারজনক ঘটনা। সেটাকে ধামাচাপা দিতে ইলিয়াস উধাও। আস্তে আস্তে ইলিয়াস ও চলে যাচ্ছে পর্দার আড়ালে। এরপর আসছে কোন ঘটনা? জানার জন্যে উদগ্রীব হয়ে বসে আছি। এ যেন হিন্দি সিরিয়াল "কাহানি ঘার-ঘার কি"।
হায় সোনার দেশ আমার! তোর জন্যে সহস্র মুক্তিযোদ্ধা অকাতরে প্রাণ বিলিয়ে দিয়েছে। সহস্র নারীর নারীত্তের চরম অবমাননা ঘটিয়ে জন্ম হয়েছে তোর। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।