কেউ যদি ধর্মের নামে আজি বাজে কথা বলে বা লিখে তাহলে আমি মনে করি আমার ইমান আরও মযবুত হয়। কারন অনলাইনে যারা ইসলাম সম্পর্কে আজে বাজে কথা বলে না লিখে তাহলে অনেক কিছু না জেনে, না বুঝে লিখে। আমরা যারা ইসলামীমনা আছি তারা সেটা চোখ বন্ধ করে বিশ্বাস করি না। সেটা কে যাচাই বাছাই করি। সঠিক যুক্তি দেখায়।
যদিও যারা নাস্টিক আছেন তারা কোনো যুক্তি দেখান না, শুধু আক্রমন করেন ইসলামের বিরুদ্ধে। তাই ওই নাষ্টিকদের আমরা ভালোই চিনি।
এই আন্দোলনের সাথে নাষ্টিকরা জড়িত, তাই এই আন্দোলনকে বয়কট করতে হবে এই ধরনের অনেক যুক্তি দেখানো হচ্ছে। তাদের কাছে আমার প্রশ্ন, এই দেশ কি মুসলমানদের, নাকি সবার?
আমাদের আন্দোলনও নষ্ট হয় নাই, ধর্মও নষ্ট হয় নাই। শুধু শুধু ত্যনা প্যাচাইয়া লাভ নাই।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।