দৃশ্যপট ১
অলস দুপুরের কার্ণিশে বসে থাকে
একাকী বালিকা।
লাল-নীল ফুল
আর
প্রাচীন দালানের দিকে তাকিয়ে থাকে অপেক্ষার চোখ।
কনে দেখা হলুদ রং বিকেলের শুরুতে
দুর থেকে হেঁটে আসে সে।
চেনা প্রিয় গানের মতন
প্রিয় সুরের মতন সেই আসাটুকুন ছবি হয়ে রয়!
দৃশ্যপট ২
বৃষ্টি এলে যদি সে আসে
তাই প্রার্থনার হাট বসে ।
মেয়েটার বন্ধু এক ঝাঁক চড়ুই ও
ওর সাথে প্রার্থনা সংগীত গায়।
.........................আর ঠিক তখুনি বৃষ্টি নামে জোরে!
ও দেখে রংধনু রং আকাশের দিক থেকে সে ওর দিকে হেঁটে আসছে।
ওকে দেখার আনন্দ খেলা করে মেয়েটির চোখে।
এবং কি আশ্চর্য্য
সেই আনন্দ চোখেও বৃষ্টি নামে!
দৃশ্যপট ৩
রাশিফল এ লেখা ছিলো
"আজকে আপনার দিনটা ভালো যাবে। বৃষ্টিভেজা দিনে প্রিয়জনের সাথে আনন্দঘন সময় কাটবে। যাত্রা শুভ।
"
ভাবনার আকাশে মেঘ ছিলো
আর মেঘে মেঘে ঘুরে বেড়ায় মেঘ বালিকা।
বৃষ্টি আর প্রিয় সংগীতে
ওদের দেখা হয়.....
"ভালোবাসি ভালোবাসি।
এই সুরে কাছে দুরে জলেস্থলে বাজায় বাঁশী। । "
ওদের দেখা হওয়া এভাবেই চলতে থাকে....
এভাবেই ছুঁয়ে যায় সুরভিত বোধ!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।