আজ আমি গার্মেন্টস CAD নিয়ে কিছু কথা বলতে চাই ! আমি এর আগে আমার লেখাতে কিছু আলোচনা করেছি,যারা আমার আগের লেখা টা দেখেছেন তাঁদের জন্য বুজতে সহজ হবে ! যারা আমার লেখা টা দেখেন নি কনো সমস্যা নেই ! কারন লেখার মূল অংশ তে আমরা আজ আসতে পারিনি ! আজ আলোচনা করবো আমাদের দেশে গার্মেন্টস CAD কিভাবে গার্মেন্টস সেক্টর ভূমিকা আমাদের দেশে বিভিন্ন ও CAD ব্যাবহার কিন্তু গার্মেন্টস CAD এর ব্যাবহার বলা চলে একদম নতুন , আপনি এই গার্মেন্টস CAD কোর্স করে ভাল ও কোনও গার্মেন্টস এ জব করতে পারেন । আপনার যেমন লাভ হবে লাভ আমার এই দেশের । আমাদের দেশে এই সময় ও গার্মেন্টস এ কাজ করা হয় ম্যানুয়াল CAD দ্বারা সময় বেশি লাগে কিন্তু যারা এখানে কাজ করেন তারা বেশ দক্ষ । আশার কথা হচ্ছে আমাদের দেশে গার্মেন্টস CAD এর ব্যাবহার দিন দিন ই বাড়ছে । আর আপনি এর মাধ্যমে নিজেকে যত দূর নিয়ে যেতে পারেন আপনার কর্ম দিয়ে । যাক অনেক কথা বলে ফেলেছি আপনার মূল্যবান সময় নষ্ট করেছি ! আমাকে ক্ষমা করবেন ! আমরা কাজের কথায় চলে যাই ! কিভাবে আপনি এ কাজ টা শুরু করবেন ! আমি আগেই বলে নেই আমরা (নরমাল)CAD বলতে যা বুজি তার থেকে একভারেই ভিন্ন ! কাজ শুরু করার আগে আপনাকে কিছু কাজ করে নিতে হবে ! যা কে বলা হয় একদম ই বেসিক ! আমি তা হলে কাজ শুরু করছি আপনার সুবিধা মত আপনার PC যে কোন এ স্থানে Folder তৈরি (মানে নিউ ফোল্ডার ওপেন ) করুন ! আপনি Folder টি যে কোন নাম দিতে পারেন ! যেহেতু আমরা গার্মেন্টস CAD নিয়ে কাজ করছি তাই আপনি বায়ার এর নামে open করে নিলে আমাদের জন্য ভাল !যাতে খুজে পেতে সহজ হয় !এবার আপনি এই Folder টি open করুন ! আজ কে আর নয় ! আগামী পর্বে এ নিয়ে আর ভাল ভাবে আলোচনা করা যাবে ! ছবি সহ মূল কাজ বর্ণনা করলে আপনাদের জন্য ভাল হবে ! আমি মনে করি ! আমার লেখাতে কোনও ভুল থাকলে ক্ষমা করবেন ! ধন্যবাদ
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।