আমাদের হাদারামকে তো আপনারা চেনেনই । না চিনলেও অসুবিধা নেই । একদিন এই হাদারাম গেল পুলিশের চাকরিতে ইন্টারভিউ দিতে । যথা সময়ে ডাক পড়ল ।
হাদারামঃ আসতে পারি স্যার ?
প্রশ্নকর্তাঃ হ্যা আস ।
হাদারামঃ বসতে পারি স্যার ?
প্রশ্নকর্তাঃ হে বস ।
হাদারাম বসে পড়ল ।
প্রশ্নকর্তাঃ তোমার নাম কিহে ?
হাদারামঃ আজ্ঞে হাম ।
প্রশ্নকর্তাঃ (ভিমরি খেয়ে) হাম মানে ?
হাদারামঃ (বিজ্ঞের)বলিকিএটুকু বুঝতে পারেন না ? নাম হলগে হাম । অর্থ্যাত্ কিনা হা ইগুলটু (ইকোয়েলটু) হাদা আর আর ম ইগুলটু রাম ।
অর্থ্যাত্ দাড়ায় হাদারাম !
প্রশ্নকর্তাঃ (মৃদুস্বরে) অ !
(তারপর স্বাভাবিক স্বরে) তা বাবার নাম ।
হাদারামঃ আজ্ঞে পটল ।
প্রশ্নকর্তাঃ তার মানে পৌন টুলি লস্কর (মুখে বিজয়ীর হাসি)
হাদারামঃ আজ্ঞে ওসব পৌনে টৌনে না শুধু পটল । যাকে বলে একবারে সেরেফ পটল ।
প্রশ্নকর্তাঃ ও !তা তোমার বয়স কত ?
হাদারামঃ বয়স ..বয়স .. এবারের কার্তিক মাসে সাতে পৌছবে ।
প্রশ্নকর্তাঃ (আবারো ভিমরি খেয়ে) বলকি ? মাত্রসাত ?
হাদারামঃ খ্যাক ! খ্যাক!এইটুকু বুঝেন না ? সা ইগুলটু সাড়ে তে ইগুলটু তেইশ । অর্থ্যাত্ দাড়ায় সাড়ে তেইশ ।
প্রশ্নকর্তাঃ আচ্ছা এবারসোজাসুজি দুটো প্রশ্নের উত্তর দাও ।
হাদারামঃ এ আর এমনকি বলুন।
প্রশ্নকর্তাঃ ধর তোমার বাবা তোমাকে এবং তোমার ছোট ভাইকে ১০০ টাকা দিল ।
হাদারামঃ বলেনকি স্যার?আপনি কি পাগল হলেন ?আমারবাবা একশ টা দিবে ?
প্রশ্নকর্তাঃ ধর দিল ।
হাদারামঃ মোটেই দিবেনা ।
প্রশ্নকর্তাঃ আচ্ছা এই প্রশ্ন বাতিল । দ্বিতীয় প্রশ্নঃ ধর তুমি একটা আসামীকে জেলে পুরে রেখে দিলে । কিন্ত সে বেশি তেড়েবেড়ি করছে তবে তুমি কি করবে ?
হাদারামঃ আমি স্যার পাক্কা মানুষ ।
বেশি তেড়িবেড়ি করলে ঘাড় ধরে জেলখানা থেকে বের করে দেব!হু ! ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।