গতকালের সারাদেশের সহিংসতাকে অনেকেই দেখলাম 'গৃহযুদ্ধ' বলছেন, কিন্তু আমি তার সাথে মোটেও একমত না । জামাত-শিবিরের কুত্তাগুলা যা করেছে এবং করে যাবার চেষ্টা করছে তার নাম 'সন্ত্রাস' । সাধারণ মানুষের উপর আক্রমণ, গাড়ি ভাংচুর করা-আগুন দেয়া, সংখ্যালঘুদের বাড়ি-উপাসনালয়ে হামলা, সরকারী অফিসে আক্রমণ করে মানুষকে ছাদের উপর থেকে ছুড়ে ফেলে মেরে ফেলা, পুলিশের হাতিয়ার ছিনিয়ে নেয়া - এইগুলা যে কোন আইনেই 'সন্ত্রাসী কাজ' । স্বাভাবিক ভাবেই পুলিশের দায়িত্ব হিসেবেই পুলিশ এগুলা প্রতিরোধ করতে চেয়েছে, যার অবধারিত রেজাল্ট হচ্ছে এতগুলো লাশ । যারা এখানে পুলিশের দোষ দেখছেন তারা আসলে কি চায় ? জামাত-শিবিরের কুত্তাগুলা ইচ্ছেমত তান্ডব চালাবে আর পুলিশ চুপ করে শান্তি বজায় রেখে দেখে যাবে আর গত ৩ মাসের মত পড়ে পরে মার খাবে ? যে ৪ জন পুলিশ আর জামাত-শিবির কতৃক সাধারণ মানুষ মারা গিয়েছে তাদের জন্য আমার খুবই খারাপ লাগছে, কিন্তু যে ২৫-২৬ জনের মত জামাত-শিবিরের কুত্তা মারা গিয়েছে তার জন্য আমার একটুও সহানুভুতি নেই, বরং দেশ থেকে কিছু কুত্তা কমেছে । পুলিশে কুত্তা নিধন অভিযান সফল হোক।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।