ঢাকা-১৪ আসনের ক্ষমতাসীন আওয়ামী লীগের সাংসদ মো. আসলামুল হক দাবি করেছেন, তাঁর বাবা মুন্সি হাজি এনামুল হক রাজাকার ছিলেন না। কেউ যদি প্রমাণ করতে পারেন, তাঁর বাবা যুদ্ধাপরাধের সঙ্গে জড়িত ছিলেন, তাহলে সন্তান হওয়া সত্ত্বেও তিনি পিতাকে আইনের হাতে তুলে দিতে সহায়তা করবেন। আজ রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে আসলামুল হক এ কথা বলেন। গত শনিবার কেরানীগঞ্জে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত দলের কাছে স্থানীয় মুক্তিযোদ্ধা মোজাফফর আহমেদ খান অভিযোগ করেন, আওয়ামী লীগের এই সাংসদের পিতা এনায়েতুল হক রাজাকার ছিলেন। এই বক্তব্য রোববার দেশের কয়েকটি সংবাদমাধ্যমে প্রকাশিত হয়।
লিখিত বক্তব্যে সাংসদ আসলাম বলেন, ‘আমার বাবার বিরুদ্ধে প্রকাশিত রিপোর্টটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং ভিত্তিহীন। আমি তীব্র ভাষায় এ বক্তব্যের প্রতিবাদ জানাই ও নিন্দা জ্ঞাপন করি। ’ তিনি আরও বলেন, ‘আমার পিতার নাম হাজি মুন্সি এনামুল হক। কিন্তু ওই এলাকায় রাজাকার ছিলেন এনায়েতুল হক। এ থেকে পরিষ্কার বোঝা যায়, ‘আমাকে রাজনৈতিকভাবে হেয় করার জন্য একটি কুচক্রী মহল এ গল্পের সূচনা করেছে।
’
আসলামুল হক আরও বলেন, আওয়ামী লীগের রাজনীতি করতে বাবা মুন্সি হাজি এনামুল হক ও মা মরহুম ফিরোজা হকের কাছ থেকে যথেষ্ট উত্সাহ ও সহযোগিতা পেয়েছেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।