Its... my faith, my voic.........।
প্রথমেই উপরের ছবি দুটো নিয়ে বলি। ছবি দুটো তে কি কোনো মিল পাচ্ছেন? না? আমি বলে দিলে সহজ হবে :
১. প্রথম ও দ্বিতীয় ছবির দুই দল ই এন্টারটেইনার।
২. এবং প্রথম ছবির মধ্যমণি কে Bangladesh এর সকল মানুষ (দুধের বাচ্চা থেকে বৃদ্ধ) সকলেই চেনেন! আর দ্বিতীয় ছবির দলটিকে এই ব্লগ এর কেউ চেনেন না, আমি তা শত ভাগ নিশ্চিত!
এখন ছবি দুটা নিয়ে কথা বলা যাক! প্রথম ছবিতে আসি:
ছবির মধ্যমণি কে সকলেই চেনেন! ইনি হলেন বিদ্যা বালান। ভারত বক্স অফিস তোলপাড় করা "DIRTY PICTURE movie " এর মূল চরিত্র।
বিদ্যা বালান ভারত বক্স অফিসে বিখ্যাত ছিলেন ''শ্লীল এবং হালকা" ছবিতে অভিনয় করার জন্য। USA এর এক ম্যাগাজিন একবার তার কিছু অর্ধনগ্ন ছবি প্রকাশ করে! তার প্রতিক্রিয়ায় বিদ্যা বালান এর অশ্রু যারা দেখেছেন, তাদের মধ্যে আমিও একজন!
কিন্তু কথায় আছে '' সকল ন্যাড়া এক খুড়ে মাথা মুড়ায়!" আর তা প্রমান করতেই বিদ্যা বালান তার এতদিনের লজ্জা ভুলে বের করলেন "DIRTY PICTURE!" আর ভারতের আবাল-বৃদ্ধ-যুবক প্যান্টে হাত ঢুকিয়ে দৌড় দিল সিনেমা হলে না দেখা জিনিস দেখতে! বিদ্যা বালানের এতোদিনের নম্রতার এই উগ্র বিষ্ফোরোনে উড়ে গেলো সব! এই নম্রতার আড়ালে যে পরবর্তিতে বক্স অফিস তোলপাড় করার উদ্দেশ্য লুকিয়ে ছিলো, তা আজ সকলেই জানেন!
এই কাহীনি এর পরে কিন্তু বিদ্যা বালান আকাশে উড়ছেন! তিনি পেয়েছেন ৫৬ টা এ্যায়ার্ড! প্রথম ছবির মধ্যমণি বিদ্যা বালানের শরীর ঢেকে ছবিটাকে censored করার চেষ্টা করেছি! তারপরও যথেষ্ট হয়নি! ঢাকলে তো পুড়ো ছবিটাকে ঢাকা লাগে, কিছুই বাকি থাকে না! এই সিনেমার নাম আমি প্রথম শুনি আমার ৩বছর বয়সি এক খালাতো বোন এর কাছে! তার নাকি ছবিটা দারুন লেগেছে! আমি তো ছবির স্টার্টিংটাই হজম করতে পারিনি।
এই সব নষ্টমির মূল কারণ হলো যুবসমাজ কে ধ্বংস করা। যখন উলঙ্গ হলে পুরষ্কার পাওয়া যায়, তখন সভ্যতা আশ্রয় নেয় টয়লেটে! সহজ কথায় আসুন, আমি যদি আমার গোপন অঙ্গ মহিলাদের দের দেখাই তবে তারা স্বভাবতই offended and seduced হবেন! কিনতু যখন কোন নগ্ন মহিলা যুবকদেরকে গোপন স্থান দেখায়, তখন যুবকরা offended and seduced হন না??!! আসলে অশ্লিলতা দেখতে দেখতে মূল্যবোধের অবক্ষয় এতটাই প্রকট যুবকদেরকে মধ্যে যে তারা এখন আর offended and seduced অনুভবই করে না! একটা জাতি ধ্বংস হতে একটু মূল্যবোধের অবক্ষয়ই যথেষ্ট! এবং মিডিয়ার ভূমিকাও এখানে প্রশ্নবিদ্ধ!!!!!
দ্বিতীয় ছবির দলটিকে হলো Native Deen নামের ইসলামি গানের দল। Washington D.C. এর সনামধন্য গায়ক দল।
তারা গান গায় RAP and Soft স্টাইলে! RAP গান অনেকের কাছেই অচেনা। দলটির গানগুলোর শব্দ চয়ন খুব সুন্দর এবং চোখে পড়ার মত! শতভাগ ইসলামি গান রচনার জন্য আমি তাদের সৌভাগ্য কামনা করি।
গানগুলোতে হালকা বাদ্যযন্ত্র ব্যাবহৃত হয়েছে। যখন প্রশ্ন হলো Which one you want? Nude girls or Islamic song with low music?? I Will pick Islamic song with low music! Native Deen এর without music version is also available!
এখন আপনার সাথে মিলিয়ে নেন! আপনার entertainment style কোনটা হওয়া উচিত? একটা জাতি ধ্বংস হতে একটু মূল্যবোধের অবক্ষয়ই যথেষ্ট!
শেষ করছে Native Deen এর কয়েকটে গানের কলি দিয়ে!
Ya Allah – Subhannahu wa ta’alla (Glorious and exalted)
Ya Allah – Samee’ Li-duana (The One who hears our prayers)
My Lord – I know that you hear me
Ya Rabbi (oh My Lord) – Cause He says
When they ask about me, my servants, I am near
Have no doubts about me, and know I hear your prayer
Take one step towards me, and I’ll come running to you
Just have faith and believe, and know I listen to you
Allahummah (Dear God) creator of the universe,
maker of this living earth
greater than we comprehend
Allahummah your the King of all Kings
created all things
on you we all depend.
Allahummah please forgive me my sins,
my heart to be cleansed,
my soul purified, Ameen!
Allahummahaa protect me desires that
Lead to the fire, its you who provides, Ameen!
Allahummah help the Muslims of world,
Give them joy, give them love.
every boy every girl, Ameen!
Allahummun now this prayer I made,
Just to you I prayed
Cause indeed you said…
[Chorus]
Allahummah let my people understand me,
Guide my neighbors, co-workers
the human family. Ameen!
Allahummah help my people up in Palestine,
Who be dying,
Oppressed all the time, Ameen!
Allahummah give the folks in my community, unity
and help our youth to succeed, Ameen!
Allahummah bless my mother and father, my sisters and brothers
my wife and my daughter, Ameen!
Allahummah bless this group Native Deen, help us stay on the path
Siratal Mustaqim, Ameen!
Allahummah now this prayer I made, just to you i prayed
cause indeed you said.
[Chorus]
Call on God, He is glorified,
We call him a lot but you don’t even try
Call on God, you want to know why,
Should I even call and will he reply
Call on God, raise your hands high
He wants you to call him every day and night
Call on God, he hears when you cry,
He made it a promise and he would never lie.
Allah ya Rabbi, Ya Rabb
Help me increase my Iman (faith)
Allah ya Rabbi, Ya Rabb
Help me have faith in your plan
Allah ya Rabbi, Ya Rabb
Your blessings please never stop
Allah ya Rabbi Ya Rabb
Grant me peace in my heart!
ফুল এলবাম http://www.mediafire.com/?81blgdbncx2upf9 ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।