আমাদের কথা খুঁজে নিন

   

মাঝরাতের এন্টারটেইনমেন্ট এন্টারটেইনমেন্ট না পাইলে আমি মডুগিরি(!) ছাইড়া দিমু।

নিজের কোনো ক্রিয়েটিভিটি নাই। বেশীর ভাগ ছবি ব্লগ। আরেকজনের ব্লগ থেইকা কপি-পেস্ট করি,ট্রান্সলেট করি।
এইবার কষ্ট কইরা ইউটিউবে গিয়া দেইখা আসেন । কোন এক অপরিনত মস্তিস্কের অধিকারী পরিচালক হিন্দি গান "শিলা কি জাওয়ানি" বাংলায় রিমিক্স করে শুটিং করেছে।

ভিডিও এর মেয়ে ২টা কে দেখলেই বুঝা যায় কিধরনের পরিবার থেকে এসেছে। আর ছেলেটার ব্যাপারে কিছু বলার নেই। আমাদের দেশে অনেক ছেলেই প্রাথমিক শ্রেণীর পর ঝরে পরে। এ বোধহয় তারও আগে ঝরে পরেছে। কিছু করে খেতে হবে তাই এভাবে ব্যায়াম করে অভিনয় করে ।

হেহে !!! দেইখা আপনার তিক্তকর অনুভুতি জানিয়ে যেতে ভুলবেন না
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।