আমাদের কথা খুঁজে নিন

   

সহসাই তুমি আমার

শুনছো না তুমি? হ্যা, ডাকছি তোমায় ডেকেছি কি ঈশ্বর এমনি ভীষণ ! ডাকলে ঈশ্বর দ্যায় দ্রুতলয়ে সাড়া । বোঝো না তুমি? হ্যা, চাচ্ছি তোমায় চেয়েছি কি ঈশ্বর এমনি ভীষণ ! বান্দার চাওয়ায় ঈশ্বর ক্বলবে হাজির । ভাবো না তুমি? হ্যা, ভালবাসি তোমায় ভালবাসি কি ঈশ্বর এমনি ভীষণ ! ভিজে প্রেমে হয় পরমেশ্বর আপন । ঈশ্বরের অধিক ঈশ্বরী মানি তবু নও তুমি অযৌন জড় - বাঁধভাঙ্গা জোয়ার প্রবল গাহনে তুমি আমি -হরিৎ স্বপ্ন ভেসে সংস্কার সহসাই তুমি আমার ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।