আমাদের কথা খুঁজে নিন

   

জলাবদ্ধতা সমস্যার সহসাই সমাধান সম্ভব নয়ঃ নানক



স্থানীয় সরকার, পল-ী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বরেছেন, জলাবদ্ধতা সমস্যার সহসাই সমাধান করা সম্ভব নয়। তিনি বলেন, সিটি কর্পোরেশন, রাজউক ও ওয়াসার কাজের সমন্বয়হীনতার অভাব ও অব্যবস্থাপনাই রাজধানীর জলাবদ্ধতার প্রধান করাণ। মঙ্গলবার সকালে ওয়াসা ভবনে রাজধানীর সার্বিক জলাবদ্ধতা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন, সিটি কর্পোরেশন, রাজউক ও ওয়াসার কাজের মধ্যে কোনো সমন্বয় নেই। যে যার মতো করে কাজ করে থাকে।

তিনি অভিযোগ করে বলেন, দীর্ঘদিনের অব্যবস্থাপনার করণেই এমনটি হয়েছে। এ ব্যাপারে সরকার কার্যকর পদপে নিয়েছে। তিনি বলেন, সহসাই এ সমস্যার সমাধান সম্ভব নয়। এ জন্য সময়ের প্রয়োজন। রাজধানীর জলাবদ্ধতা, ড্রেন, কালভার্ট পরিষ্কার ও সংস্কারের উদ্যোগ নেয়া হয়েছে।

এছাড়া, বৃষ্টির পানি যাতে সহজেই বের হয়ে যেতে পারে এ ব্যাপারে ড্রেনেজ সিস্টেমকে আরো আধুনিকায়ন করা হবে। তিনি বলেন, ইতোমধ্যে রাজধানীর জলাধারগুলো দখলমুক্তের কাজ শুরু করা হয়েছে। কোনো শক্তিই এসব জলাধার দখলে রাখতে পারবে না। নানক আরো বলেন, ইতোমধ্যে পানি আস্তে আস্তে নামতে শুরু করেছে। কয়েক ঘন্টার মধ্যেই রাজধানীর স্বাভাবিক জীবনযাত্রা ফিরে আসবে।

সিটি কর্পোরেশন, ওয়াসা ও ডেসার কর্মীরা তিগ্রস্ত পাইপ লাইন, কাটা পড়া বিদ্যুতের তার ও রাস্তার ওপর ভেঙে পড়া গাছ সরিয়ে নেয়ার কাজ চালিয়ে যাচ্ছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.