কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ করেছেন মানবতা বিরোধী অপরাধের মামলায় আটক জামায়াত নেতা কামারুজাজামানের আইনজীবী। বুধাবার ট্রাইব্যুনাল-২এর চেয়ারম্যান টিএম ফজলে কবিরের নেতুত্বে দুই সদস্যের ট্রাইব্যুনালে ওই অভিযোগ আনেন। আগামী ৫ সেপ্টেম্বর শুনানির দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল। উল্লেখ্য গত ৭ আগস্ট মতিয়া চৌধুরী নির্বাচনি এলাকা শেরপুরে ঈদের সামগ্রি বিতরণের সময় বলেছিলেন, “যুদ্ধাপরাধের পক্ষে সাফাই সাক্ষী দিয়ে ঘরে ফিরতে পারবে কিনা সন্দেহ আছে। ঘরে ফেরার আগে জনগণ তাদের পিটিয়ে বিচার করে ফেলবে।” যারা যুদ্ধাপরাধের পক্ষে সাফাই সাক্ষী দিবে এলাকায় তাদের প্রতেোধের আহ্বান জানান তিনি। এর আগে সংসদ উপনেতা সাজেদা চৌধুরীও ক্ষমতার দাপট দেখাতে গিয়ে অনেক কথা বলেছেন। ক্ষমতা কী আজীবন থাকবে? আল্লাহর কাছে জবাবদিহিতার ভয় করুন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।