আমাদের কথা খুঁজে নিন

   

যে কারণে জিতলো বিএনপি, কেন হারলে আওয়ামী লীগ? বড় কোন প্রাপ্তির আশায় কী আওয়ামী লীগের এই হার?

কী হবে চার সিটি নির্বাচনের ফলাফল, তাই নিয়ে চিন্তার অন্ত ছিল না দেশের আপামর মানুষের। প্রার্থীদের অভিযোগ-পাল্টা অভিযোগের কারণে সুষ্ঠভাবে নির্বাচন হওয়া নিয়েও চিল আশঙ্কা। কিন্তু সব আশঙ্কাকে দুরে ঠেলে, নির্বাচন হয়েছে এবং সব কয়টি সিটিতেই জিতেছে বিএনপি সমর্থিত প্রার্থীরা। http://www.notun-din.com/?p=3178 কিন্তু সিটি নির্বাচনে কেন আওয়ামী লীগের এভাবে ভরাডুবি হলো এবং কেনই বা জিতে গেল বিএনপি। এই নির্বাচনের ফলাফল দেখে যে কোন ব্যক্তিই বলতে পারেন, বিএনপির জনপ্রিয়তা বৃদ্ধিই এই জয়ের একমাত্র কারণ।

কিন্তু মনে হয় না, কেবলমাত্র জনপ্রিয়তাকে কেন্দ্র করে এই জয় এসেছে। এর পিছনে কাজ করেছে অন্য কোন চিন্তা। এই ভাবনাকে আরো জোরদার করে একটি সংবাদ, যেটি প্রকাশিত হয়েছে নির্বাচনের আগের দিন। চার সিটির তিনটিই বিএনপির, খুলনায় জিততে পারে আওয়ামী লীগ http://www.notun-din.com/?p=3178 এই শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। নির্বাচনের আগের দিন কিভাবে এই সংবাদ পত্রটি জানলো যে বিএনপি সমর্থিত প্রার্থী তিনটি আসনে জিতবে, এবং খুলনাতে জিতবে আওয়ামীলীগের প্রার্থী তালুকদার আব্দুল খালেক? কিন্তু পলাফলে দেখা গেল সব কয়টিতেই জিতেছে বিএনপি।

এই ফলাফল দেখে, সন্দেহ জাগছে, সামনে বড় কোন প্রাপ্তির আশায় আওয়ামী লীগ কী নির্বাচনে ইচ্ছা করেই বিএনপিকে জিতিয়ে দিল নাকি আরো কিছু আছে? ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.