সত্যকে মেনে নিতে দ্বিধাবোধ করিনা
১. যদি কোনো রোগের কারণে বীর্য পাতলা হয়ে বা কোনো আঘাত খেয়ে বিনা উত্তেজনায় বীর্য নির্গত হয় তবে তাতে গোসল ফরজ হয়না ।
২. যদি স্বামী স্ত্রী শুধু লিঙ্গ স্পর্শ করে ছেড়ে দেয় , কিছুমাত্র ভিতরে প্রবেশ না করায় এবং বীর্যও বের না হয় তাতে গোসল ফরজ হয়না।
৩. যদি শুধু মযী বের হয়। এতে উযূ ভঙ্গ হয় কিন্তু গোসল ফরজ হয়না।
৪. ঘুম থেকে উঠার পর যদি স্বপ্ন স্বরণ থাকে কিন্তু কাপড়ে বা শরীরে কোনো কিছু দেখা না যায় তবে তাতে গোসল ফরজ হয়না ।
৫. ইস্তেহাযার রক্তের কারণে গোসল ফরজ হয়না।
বিঃ দ্রঃ -
১. বীর্য ও মযীর পার্থক্যঃ
উত্তেজনার মূহুর্তে লিঙ্গের অগ্রভাগ দিয়ে ঈষত্ পিচ্ছিল তরল যে পদার্থ বের হয় তাকে মযী বলে। আর উত্তেজনার চূড়ান্ত পর্যায়ে যে পদার্থ বেরিয়ে উত্তেজনা প্রশমিত হয় তাকে বীর্য বলে।
২.ইস্তেহাযাঃ হায়েজ তথা মহিলাদের নির্দিষ্ট ঋতুস্রাব ছাড়া কোনো অসুস্থতা বা রোগের কারণে যে রক্তস্রাব হয় তাকে ইস্তেহাযা বলে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।