C:\Users\Saif\Desktop আমি মোঃ বাবুল হোসেন। পেশায় একজন ড্রাইভার। আমার পেশোগত জীবনে দেশ বিদেশে কাজ করতে গিয়ে আমি দেখেছি আমাদের দেশ ও বিদেশের মধ্যে রাস্তার আইন শৃংখলা, যানযট ও যাত্রী নিরাপত্তার বিষয়টি বিস্তর ফারাক। বাংলাদেশে অবস্থানকালে দেখছি রাস্তায় আমাদের বিস্তর মহামূলবান সময় অপচয় হচ্ছে- একারণে যেমন আমরা সঠিক যায়গায় সঠিক সময়ে পৌঁচতে পারছি না তেমনি সিডিউল অনুযায়ী সকল কাজ শেষ করতে পারছি না। হাজার হাজার কোটি টাকার অর্থনৈকিত অপচয় ও ক্ষতি হচ্ছে। সরকার একার পক্ষে এ মাহাসমস্যার সমাধান করা সম্ভব নয় যতক্ষণ না বিষয়টি গণদাবীতে পরিণত হচ্ছে। সেই সাথে গুণীজন সহ সুধিসমাজ সরকারকে সঠিক পরামর্শ ও পরিকল্পনা না দিলে এই বিপুল জনসংখ্যার দেশে স্থায়ী ও দীর্ঘ্যমেয়াদী সমস্যার সমাধান করা করা সম্ভব হচ্ছে না। আপনার পত্রিকা সমাজের বিভিন্ন সমাজ ব্যধি ও অসঙ্গতি নিয়ে লিখে থাকে। সেই সাথে পরামর্শও দিয়ে থাকে বিধায় আমি এ জনগুরুত্বপূর্ণ ও সেই সাথে জাতি সত্বার দ্রুত উন্নতির পথে বিরাট অন্তরায় এই সমস্যটি নিয়ে বিস্তর লেখাযোখা প্রয়োজন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।