আফসার নিজাম শব্দের নদী বয়ে যায় বুকর ভেতর বেদনাকাব্যে ভরে উঠে ফসলী জমিন পানিতে জোয়ার নাই, নাই সুবাস আতর রাশিফল সব আছে, নাই শুধু মিন। নদী আছে নামে তার আঁকা বাঁকা পথ চিত হয়ে শুয়ে আছে আঁচল বিহীন বুক বেয়ে চলে যায় চাকাওয়ালা রথ রথের চাকায় ধুলো হয় দুঃখ বিহীন। প্রতিদিন স্বপ্ন দেখে বাঁধের মরণ পানি তার চলার পথ ফিরে পাবে তবু তার বুক জুড়ে দুখের স্মরণ কোন পথ ছেড়ে সে কোন পথে যাবে। এভাবে প্রতিদিন পানিহীন দুখের নদী বেদনাকাব্যে তার ভরে উঠে খাতা হরফের মাঝে তার নাই কোনো যতি যতিহীন গতিহীন নকশি কাঁথা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।