বাংলা ভাষায় অলি শব্দটি ইংরেজি, আরবি ও সংস্কৃত ভাষা থেকে এসেছে।
ইংরেজি alley শব্দ থেকে আসা বাংলা অলি শব্দের অর্থ সরুপথ। আবার ইংরেজি alley শব্দের মূল ফ্রেঞ্চ allee.
বাংলায় সংস্কৃত থেকে আসা অলি অর্থ ভ্রমর (অলির কথা শুনে বকুল হাসে - বাংলা গান)। অন্যদিকে আরবি ওয়ালী বা বলী থেকে আসা অলি অর্থ অভিভাবক।
দরবেশ বা সিদ্ধপুরুষ অর্থেও শব্দটি প্রচলিত (কত অলি-দরবেশ, এমনকি কত নবী-রছুলের পবিত্র জীবনী - মাওলানা আকরম খাঁ)। ওলি বানানভেদ।
আবার অলি-অসি (অলি-ওছি) মানে নাবালকের অভিভাবক বা সম্পত্তির রক্ষক (যদি নাবালক পুত্রের অলি-ওছি পদ বহাল থাকে, তবে ত মঙ্গল, তাহা না থাকিলে ভরাডুবি, একেবারে বিসর্জন - মীর মশাররফ হোসেন)।
সংস্কৃত অল্ ধাতুর সাথে ইন প্রত্যয়যোগে গঠিত অলি শব্দের মূলানুগ অর্থ হচ্ছে 'যে সততই মধুঅন্বেষণে উড়ে বেড়ায় কিংবা যে ফুলের মধু পান করতে বসে তার শোভা বাড়ায় বা তাকে ভূষিত করে'। সোজা কথায় ভ্রমর।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।