সবার জীবনে কিছু মজার ঘটনা ঘটে । আমারগুলো আমি বেকত করার চেষ্টা করলাম । ঘটনার সাথে আর অনেকে যুক্ত থাকে ।
একটা মজার ঘটনা শেয়ার করব......
সাদঃ স্যার , 'ডি' দিয়া শুরু এমন একটা দেশের নাম চিন্তা করেন ।
স্যার ঃ চিন্তা করলাম ।
সাদঃ এখন স্যার নামের শেষের লেটার দিয়া একটা প্রাণীর নাম চিন্তা করেন ।
স্যার ঃ চিন্তা করলাম ।
সাদঃ ( হাসি মুখে) স্যার নামটা ক্যাঙ্গারু না ।
স্যার ঃ নাহ।
(আমরা সবাই তো থ ।
কারণ আমরা এই ট্রিক্সটা জানি । কখনও এই রকম হয়ার নয়)
সাদঃ স্যার আপনি কোন দেশের নাম চিন্তা করছিলেন ????
স্যার ঃ তোমাকে বলব কেন ?
সাদঃ স্যার, এখন বলতে পারেন। (আমরা সবাই এক সাথে বললাম )
স্যার ঃ আমি দিনাজপুর চিন্তা করছিলাম!!!!
[ আমাদের সবার মুখ :O :O :O :O ]
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।