আমাদের কথা খুঁজে নিন

   

গণতন্ত্রের আত্মকথা

আমার নাম গণতন্ত্র আমি জানিনা কোন মন্ত্র । আমি গণ-মানুষের কথা বলি আমায় যেভাবে চালায় সেভাবেই চলি । সুপথে চালালে মোরে দিতে পারি সুফল বিপথে চালালে আমায় দিব শুধু কুফল । বাংলার মাটিতে যত সুবিধাবাদীর দল বিপথে চালিয়ে মোরে করেছে বিকল । যুগ যুগ ধরে হেথায় আমি হয়েছি অবহেলিত অনেক শ্বাসকগুষ্টি করেছে আমায় পদদলিত ।

আমি সুবিধা বঞ্চিত মানুষের কথা বলি আমায় যেভাবে চালায় সেভাবেই চলি । স্বার্থান্বেষীরা পদে পদে আমায় করেছে আঘাত মুক্তির আশায় আমি বার বার করছি অনেকের করাঘাত । আমাকে বাঁচাতে অনেকেই দিয়েছে প্রাণ আমি এখনো রক্ষা করতে পারিনি তাদের মান । দুনিয়া জুড়ে আমি হয়েছি অংশিত জালিমদের ছোবলে হয়েছি দংশিত । আমি দুঃখী মানুষের উন্নতির কথা বলি আমায় যেভাবে চালায় সেভাবেই চলি ।

অকুতোভয় স্বভাব আমার সবই করতে পারি জয় স্ব-পথে পরিচালনা করলে আমি করিনা কোন ভয় । অসম্ভব কাজেও আমি হই না কভু ও অকৃতকার্য কিন্তু ভালভাবে চর্চা করা আমায় খুবই অপরিহার্য । দিতে পারি আমি সুখ শান্তি ও সমৃদ্ধি এনে দিতে পারি সর্বদা অর্থনৈতিক প্রবৃদ্ধি । আমি মানবতার সেবার কথা বলি আমায় যেভাবে চালায় সেভাবেই চলি । দেখেছি আমি বায়ান্ন, উনসত্তর, একাত্তর ও নব্বইয়ের আন্দোলন সক্রিয় প্রতিবার আমি চাঙ্গা হয়েছি কিন্তু বার বার আমাকে করা হয়েছে অক্রিয় ।

আমি তুলে দিতে পারি শ্রেণী বৈষম্য এনে দিতে পারি সমতা শ্বাসকগুষ্টি যদি সুপথে চালায় মোরে সু-ব্যাবহার করে তাদের ক্ষমতা । সবাই জানে আমার ক্ষমতা, গুণ ও আদ্যন্ত তবু ও কু-ব্যাবহারে আমি আজ ভ্রান্ত ও পরিশ্রান্ত । ----মোহাম্মদ ইউসুফ । ১৫ – ০৩ – ২০১২ ইং ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।