আমাদের কথা খুঁজে নিন

   

আত্মকথা।

ঊষর মরুর ধূষর বুকে একটি যদি শহর গড় , একটি হৃদয় সুখী করা তাহার চাইতে অনেক বড় । আজ অন্ধকার থাকতেই বারান্দায় আমি চাঁদের আবছা উপস্থিতি টের পাচ্ছি , চারিদিক কেমন স্তব্দ ! রাতের ভাবনা গুলো মগজ ছিরে খাচ্ছে কতটা পথ ফেলে এসেছি কতটা পথ আরও যাবো , কখনো এমন করে কিছুর হিসেব করিনি আজ করছি ,অবাক আমি কেনো আজ আমি আমার বাইরে গিয়ে ভাবছি ? তবে কি পরিত্রাণ পাচ্ছি অশুভ কিছু থেকে নাকি ভয় পাচ্ছি যদি আবার ধরা পরি দৈত্তের হাতে ! ভিত মনে বার বার শিউরে উঠছিল গা বার বার ভিতর থেকে কে যেন বলছিল এ কি করছিলি তুই , বল একি তোকে সাজে? আমি কিছুক্ষন আকাশের পানে চেয়ে রইলাম কোন কিছুই স্থির হচ্ছিলনা ,কণ্ঠ ভারি হয়ে এলো , মনে হচ্ছিলো যেন একটু আলো পেলেই আমার ভয় পালাবে , সত্যি কি তাই ? পাখির কুহু ডাক কানে এলো , হাল্কা সূর্যের লাল আভা আমার গাছের হাসনাহেনার শেষ ঘ্রান , হঠাৎ ঠাণ্ডা বাতাস আমায় আলিঙ্গন করলো আমি দুহাতে জড়িয়ে ধরলাম , আহ শান্তি ! পণ নিলাম সকালের মিষ্টি হাওয়ার কাছে না আমি আর কোন অশুভ কে আমায় ছুতে দিবনা । বাঁচবো আমি , হাসবো আমি , সুন্দরিতমা হবো আমি আমার তিন প্রিয়র জন্য , আমার বর্তমান, আমার ভবিষ্যৎ আমার শান্তি , আমার সকল সুখ আমার ভালোবাসার ঘর । মুহুরতেই আমার ভয় উধাও! অন্তর গেলো খুলে মিষ্টি হেসে বরের হাতে , এক কাপ চা দিলাম তুলে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।