আমি কলম, সভ্যতার প্রয়োজনীয় বন্তর মধ্যে অন্যতম- থাকি প্রায় সকল শিক্ষিতের পকেটেই-সভ্যতার দারুণ সংকটে অথবা আনন্দঘন মুহূর্তে আমাকেই করে ব্যবহার । ওরা লেখে আমাকে দিয়ে জাতির কীর্তি গাথাঁ অথবা বিবর্ণ দুঃখ ব্যাথা । অনেকের কাছে আমি মহামূল্যবান ! কারো কাছে অগ্নিবাণ !! ওরা লুট করায় আমাকে দিয়ে রাজ্য-ভাণ্ডার, আবার আমাকে দিয়েই তোলে প্রতিবাদের ঝংকার । কেউ আমার ছোট্ট একটা আচঁড়ের জন্য- কত আমলার পদযুগল সহস্র কদমবুচিতে করে ধন্য ! সুলভে পাওয়া আমি যেন কোন পতিতা- যে যখন যেমন খুশি করে ব্যবহার, যেন আমার নেই কোন স্থিততা !!!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।