আমাদের কথা খুঁজে নিন

   

মেডিকেলে ভর্তি নিয়ে ফাউল ক্যাচাল পারবেন না , যুক্তিবাদী হোন

ছাগলের মত কথা দেখতে দেখতে অতিষ্ঠ হয়ে গেলাম । মেডিকেলে ভর্তি পরীক্ষা হোক - এই দাবীতে আমি ২০ পাতা লেখতে পারি , যাতে যুক্তির বাইরে কিছুই থাকবে না । প্রশ্নটা হল যোগ্যতা নিয়ে । একজন ডাবল গোল্ডেন এর যোগ্যতা আছে মেডিকেল কোর্স খুব ভাল মতই কমপ্লিট করার । পড়ার সুযোগ দেওয়া হলে সে কুপিয়ে দিতে পারবে মেডিকেল কলেজের অভ্যন্তরীন পরীক্ষাগুলো ।

ঘাস খেয়ে তো আর ডাবল গোল্ডেন পায়নি । সুতরাং , " চল বাবা , ড. আবুল থেকে ড. মদন বাংলায় এস . এস . সিতে ৩ নম্বর বেশি পেয়েছে , আমার হার্টের সার্জারীটা তার কাছেই করাই " - টাইপের পোস্টে ৩৭৭ লাইক পড়তে দেখলে মেজাজ স্বভাবতই গরম হয় । ডাবল গোল্ডেনদের বিরুদ্ধে যেন একটা বিজাতীয় বিদ্বেষ ! আরে বাবা , ওই ডাবল গোল্ডেন কি কম পড়বে মেডিকেলে ভর্তি হয়ে ? সে কৃতিত্বের সাথে এম.বি.বি.এস শেষ করে কৃতিত্বের সাথে এফ.সি.পি.এস এর কোর্সও সে কমপ্লিট করবে । ওই কোচিং এর বিদ্যা তার মেডিকেলে খুব কাজে আসবে ভেবেছ তোমরা ? মেডিকেল কলেজের ছাত্ররাই বলেছে , "আমাদের ম্যাসিভ জিনিস শিখতে হয়েছে । কোচিং তো মেডিকেল কলেজে ঢুকার জন্য করেছিলাম হে ! সেটা না পড়লেও ঝামেলা হত না ।

" এবং এই কথা একটা ছাগলও জানে । সমস্যা হল আমাদের জনসংখ্যা বেশি , সমস্যা হল আমাদের মেডিকেল কলেজের সিট সেই তুলনায় অনেক কম , সমস্যা হল আমাদের এক ব্যাচে ৯ লক্ষ ছাত্র - ছাত্রী পরীক্ষা দেয় এইচ . এস. সি , সমস্যা হল তাদের মধ্যে ৬১ হাজার জি.পি.এ ৫ পায় , সমস্যা হল এই ৬১ হাজারের মধ্যে ১০ হাজার গোল্ডেন , সমস্যা হল এই ১০ হাজার গোল্ডেন - এর মধ্যে ২ হাজার ডাবল গোল্ডেন , সমস্যা হল বাকি ৮ হাজারের ভেতর আরও তিন হাজারের কেবল এসএসসিতে বাংলায় এ+ মিস , সমস্যা হল এরাই আছে ৫ হাজার যেখানে সরকারি কলেজগুলোয় আল্লাহ দিলে সিট ৩০০০ টা [কিঞ্চিৎ কম বেশি গণায় ধরলাম না ] বাকি ৫ হাজারের মধ্যে ৪০০০ -ই এসএসসিতে কেবল ইংরেজীতে মিস করেছিল । ইহাদের সম্ভাবনা শূন্যের (০) কোঠায় । কথা উঠতে পারে - বাকি বেচারারা সুযোগ-ই পাচ্ছে না যে ভর্তি হওয়ার ! সেই সুযোগ তাদের দেওয়া উচিৎ কারণ ৩ মাসের নোটিস কোন কাজের কিছু না । ১ বছর আগে যদি বলে দেওয়া হত তো আলাদা কথা ছিল ।

[ ভাইয়েরা এবং আপুরা , ভুলেও ভাববেন না আমি ডাবল গোল্ডেন পেয়েছি অথবা আমার কেবল বাংলায় মিস ...না হে , অত ট্যালেন্ট না আমি । আমার সম্ভাবনাও শুন্যের(০)-ই কোঠায় । তবে যারা ডাবল গোল্ডেন পেয়েছে তারা মুড়ি খেয়ে বড় হচ্ছে এবং তাদের যোগ্যতাই নেই ডাক্তার হবার এই টাইপ ছাগল মার্কা কথা বার্তা লেখার মধ্যে ঈর্ষার গন্ধ সুষ্পষ্ট ! ( আমিও ঈর্ষান্বিত , যে ওরা এত সুন্দর রেজাল্ট করল ! কিন্তু তাই বলে ওদের বিরুদ্ধে লেখালেখি করব নাকি ! আমি পারি নি - আমার ব্যর্থতা । ওদের কি দোষ ? ৪ বছর (৯-ইন্টার ২য় বর্ষ ) ওরা রোবটের মত পড়াশোনা করেছে তাই কি ওদের অপরাধ ? ) ওদের বিরুদ্ধে একটা কথাও আশা করি না আমি কারও কাছ থেকে । অনেক কোচিং করতে থাকা ছেলে মেয়ের চেয়ে এরাই এম.বি.বি.এস কোর্স-এ ভাল রেজাল্ট করবে ।

প্রতিবাদ করার জন্য , যুক্তির ভেতর থেকেই ২০ পাতা লেখা যায় । ছাগলের মত ডাবল গোল্ডেনদের অ্যাটাক করার মত ঘটনা দেখলেই পায়ের রক্ত মাথায় ওঠে । বাই দ্য ওয়ে , আমিও চাই , মেডিকেল ভর্তি পরীক্ষা হোক । তবে ছাগল-মার্কা প্রতিবাদী লেখার আমি ঘোর বিরোধী । যা বলার যুক্তির ভেতর থেকে বল বাবারা ।

হাতে অভ্র ফন্ট পেয়েছ দেখে মাথা কিনে নাও নি । আমি বিজয় দিয়েই লড়ব । আসো তো ! ] ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.