রোববার বিকাল থেকে উত্তীর্ণ পরীক্ষার্থীদের মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ফলাফল পাঠানো শুরু হয়েছে বলে বলে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার মো. সিফায়েত উল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
কিছু সময়ের মধ্যে অধিদপ্তরের ওয়েবসাইট www.dghs.gov.bd- এ ফলাফল প্রকাশ করা হবে বলে তিনি জানিয়েছেন।
গত শুক্রবার সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজগুলোর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষার দুদিন পরই ফল প্রকাশ হল।
এবছর সরকারি ও বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজের ৯ হাজার ১৯৪টি আসনের মধ্যে স্থান করে নিতে পরীক্ষায় অংশ নেয় ৬৮ হাজার ১৭২ জন শিক্ষার্থী। সারাদেশে মোট ২৩টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা হয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।