মুহসিন আব্দুল্লাহ আমি যথন তোমাকে ভালবাসবো ভালবাসবো উচু-নিচু বিশেষ অংশকে নয় ভালোবাসবো তোমার প্রতি মিলিমিটারকে খাঁটি চাষার মত । আমি যখন কর্ষণ করবো প্রতি ইঞ্চি ভূমি ওলট পালট করে দেবো প্রতিটি ধুলিকণা কলের হাল নয় ,লাঙল জোয়াল দিয়ে উপেক্ষা করে যাব যত ঝড় বৃষ্টি বজ্রপাত খাঁটি চাষার মত । নারীর রুপ গেয়ে জীবনের সমাপ্তি টেনেছে অজস্র কবি পুরুষের চোখে নারী স্রষ্টার অপরুপ সৃষ্টি জানি রুপ কীর্তন - সে আমার সাধ্য নয় আমি শুধু জানি ঐ ভূমিতে আছে উর্বরতা প্রয়োছন শুধু সেচ । ক্রমাগত চুম্বনের বারিধারা । আর আমি তা-ই করবো খাঁটি চাষার মত ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।