আমাদের কথা খুঁজে নিন

   

খাঁটি মধু চিনার উপায়!!!

জীবনে যা কিছু শিখলাম ,সব ভুল করে শিখলাম । ভুল বিহনে কোন কিছু শিখা যায় না ।আসলাম আপনাদের মাঝে কিছু শিখার তরে । আমাদের প্রতিদিন বা কিছুকিছু সময় খাটিঁ মধুর অনেক প্রয়োজন পড়ে। এখন , মধুতে ভেজাল আছে কিনা তাকিভাবে বুজবেন । এখন আর কোন চিন্তা নাই, খাটিঁ মধু চিনার উপায় আমি,আপনাদের কে বুজিয়ে দিব।তাহলে চলুন , প্রথমে একটি সাদা কাঁচের গ্লাস সর্ম্পূন পানি ভর্তি করুন, তারপর ঐ পানিতে এক ফোঁটা মধু ঢালুন। যদি মধু তলায় গিয়ে বসে যায় তাহলে সেই মধু খাঁটি আর যদি পানির সাথে মিসে যায়তাহলে , বুজবেন মধুতে ভেজাল আছে। সাবধান ভেজালথেকে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৯ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।