”আমরা খাঁটি গরীব...”। ফেসবুকের এই ছোট্ট গ্রুপটিকে এখন অনেকেই চেনে। ফেসবুকের অন্য সব গ্রুপের থেকে নিজেকে য়েন একটু অন্যভাবেই চেনাচ্ছে এ গ্রুপটি। গত বছর কুড়িগ্রামের প্রত্যন্ত একটি অঞ্চলে এ গ্রুপের সদস্যরা শীতবস্ত্র বিতরন করে আসে। গতবছর জুনে ঢাকা শহরের পথশিশুদের খাওয়ানো হয় রসালো ফল আম।
আর সর্বশেষ গত ৭ জানুয়ারী এ গ্রুপের সদস্যরা ছুটে যায় লালমনিরহাট জেলার দুর্গম এশটি গ্রাম ’বুমকা’য়। ফেসবুক বন্ধুদের দেয়া সাহায্যকে পুঁজি করে এ গ্রুপের সদস্যরা বারবার ছুটে যায় গরীব ও অসহায় মানুষের সাহায্যে।
এবারের যাত্রার শুরু হয় ৬ জানুয়ারী রাত ১২ টায়। ৭ টনের এক খোলা ট্রাকে প্রায় ৩০০ কম্বল ও ৬০/৭০ বস্তা শীতবস্ত্র নিয়ে ঊঠে বসে ”আমরা খাঁটি গরীব...” এর ১৮ জন সদস্য। খোলা ট্রাকের ঠান্ডা বাতাসকে উপো করে তারা তাদের লক্ষে অটুট থাকে।
ঘন কুয়াশায় ঢাকা মহাসড়ক, ধারালো ঠান্ডা বাতাস, কোন কিছুই তাদের থামাতে পারেনি।
ট্রাকটি লালমনিরহাট শহরে পৌছে সকাল সাড়ে দশটায়। গ্রুপের স্থানীয় সদস্যরা তখন যোগ দেন ট্রাকটির সাথে। আরও এক ঘন্টা যাত্রার পর ট্রাকটি গিয়ে থামে ছোট্ট এক নদীর সামনে। নদীর ওপারেই বুমকা।
কিন্তু নদীর পানি পেরিয়ে যাবার শক্তি ট্রাকটির ছিল না। তাই বলে কি থেমে যাবে এ কর্মসূচি? কোনভাবেই না। জোগাড় করা হয় একটি ট্রাক্টর। ট্রাকের সব মালামাল ট্রাক্টরে তুলে নদী পার করা হয়। নদীর ওপারেই কিছু দুরে এক মাদ্রাসায় গিয়ে থামে ট্রাক্টরটি।
এর কিছুন পরেই শুরু হয় শীতবস্ত্র বিতরন কর্মসূচি। বিকেল নাগাদ এ কর্মসূচি শেষ হয়। এরপর রাত ৯ টার বাসে চেপে তারা যাত্রা শুরু করে ঢাকার পথে। পেছনে ফেলে আসে কিছু দু:খী মানুষের হাসিমাখা মুখ।
ঢাকায় তাপমাত্রা কখনও ১২ ডিগ্রী’র নিচে নামে না।
কিন্তু লালমনিরহাটে প্রবেশের সময় তাপমাত্রা ছিল ৬ ডিগ্রী সেলসিয়াস। এই তীব্র শীতেও গ্রুপের সদস্যরা চেষ্টা করেছে শীতার্তদের মুখে হাসি ফোটানোর। ঢাকা ফেরার পথে সবাই একসাথে গাচ্ছিল- ”তীর হারা এই ঢেউ এর সাগর পাড়ি দেব রে...”। তাদের মনে তীব্র বিশ্বাস ”আমরা খাঁটি গরীব...” কষনও হারবে না। এ গ্রুপের সদস্যদের সাহসী পদপেগুলো এ দেশের দু:খী মানুষগুলোর মুখে হাসি ফোটাবে।
গরীব ও অসহায়ের প্রয়োজনে তাদের কাছে ছুটে যাবে ”আমরা খাঁটি গরীব...”। পরম মমতায় দাঁড়াবে তাদের পাশে। আপনারা ”আমরা খাঁটি গরীব...” এর পাশে থাকবেন।
অ্যালবাম লিংক:
The White Darkness... ("Amra Khati Gorib..." group er sheet bostro bitoron kormoshuchi 2011) "আমরা খাঁটি গরীব..." গ্রুপ
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।