আমাদের কথা খুঁজে নিন

   

ফাদার জে এস পিশোতো

ইহা একটি বিতর্কহীন ব্লগ ফাদার জে এস পিশোতো নটর ডেম কলেজের প্রিন্সিপাল ছিলেন ১৯৯৮ সাল পর্যন্ত। সম্ভবত তার সময়কালই নটর ডেম কলেজের স্বর্নযুগ। আমরা খুব সৌভাগ্যবান যে, তার অবিভাবকত্বে একটা বছর কাটাতে পেরেছিলাম। আমার এই লেখা তার উদ্দেশ্যে। যদিও জানি তিনি এটা কখনোই পড়বেন না।

ফাদার পিশোতো আমাদের পদার্থ বিজ্ঞান পড়াতেন। সকাল ৮ টায় ক্লাস, তিনি আসতেন অন্তত ৫ মিনিট আগে। এসে দরজা লাগিয়ে দিতেন। আমি একদিন ৮টা বাজার ৩ মিনিট আগে এসে দেখি দরজা বন্ধ। নক করলাম, রোল কল শেষে বিরক্তমুখে দরজা খুলে বাজখাই স্বরে (অবশ্যই এমেরিকান উচ্চারনে বাংলায়) জিজ্ঞেস করলেন "কি চাই?" আমি বিনয়ের সাথে মিনমিন করে বললাম, আমি এই ক্লাসের একজন ছাত্র।

আমি ক্লাস করতে চাই। ফাদার বললেন No, No, You are late. আমি আবার বিনয়ের সাথে বললাম যে, আমি ৮ টা বাজার তিন মিনিত আগেই এসেছি। তিনি বললেন “কোথাও যে সময় যাবার কথা, তার অন্তত ৫মিনিট আগে যেতে হবে। ৪মিনিট আগে গেলেও ১ মিনিট লেট” আমি আজও এই শিক্ষাটা ভুলি নাই। সবসময় এটা মেনে চলার চেষ্টা করি।

বন্ধুরা, আত্তীয়রা সবাই আমাকে নিয়া হাসাহাসি করে,পাগল বলে, টাইম নিয়া বাতিক বলে বিরক্ত হয়। কিন্তু, আমি জানি কতটা প্রয়োজনীয় শিক্ষা আমি পেয়েছি। আর একদিনের কথা, বিকেলের দিকে ঠিক বিকেল না সাড়ে তিনটার ফিজিক্স ল্যাব শেষে, আমরা কয়েকজন কলেজ মাঠে ক্রিকেট খেলছিলাম। হটাত বলটা পাশের ফাদারদের ডর্মে চলে যায়। আমি আর তানভীর বল আনতে ডর্ম কম্পাউন্ডে যাই।

ফেরার পথে ফাদার পিশাতোর সাথে দেখা। সাথে সাথে আমরা দুইজন একসাথে চিতকার দিয়ে বললাম Good morning, Father. (আসলে প্রতিদিন সকালে ফাদার ক্লাসে ঢোকার সাথে সাথে এইটা বল্লতে বল্লতে অভ্যাস হয়ে গেছিল) ফাদার পিশাতো মুচকি হেসে বললেন, “my dear boys, good morning না, it will be good afternoon (এফটারনুন)" এই কথা মনে হলে এখনো হাসি পায়। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.